সম্প্রতি, “ফেরদৌস মনোনয়ন পাওয়ায় গর্ভবতী পূর্ণিমা” শীর্ষক শিরোনামে অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা মেইল এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “ফেরদৌস মনোনয়ন পাওয়ায় গর্ভবতী পূর্ণিমা” শীর্ষক শিরোনামে ঢাকা মেইল কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং ঢাকা মেইল এর একটি ফটোকার্ডের শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে দাবিটির সত্যতা যাচাইয়ে ফটোকার্ডটিতে থাকা লোগোর সূত্র ধরে ঢাকা মেইল এর ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম বা তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া ঢাকা মেইল এর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্যকোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
তবে গত ২৭ নভেম্বর ঢাকা মেইল এর ফেসবুক পেজে “ফেরদৌস মনোনয়ন পাওয়ায় গর্বীত পূর্ণিমা” শীর্ষক শিরোনাম বা তথ্যে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডটির সাথে উক্ত ফটোকার্ডটির ডিজাইন, ফটোকার্ডটিতে যুক্ত ছবির হুবহু মিল রয়েছে। এছাড়া আলোচিত ফটোকার্ডের শিরোনামের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনামেরও অনেকটাই মিল পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটির শিরোনামে যুক্ত ‘গর্বিত’ শব্দের স্থলে আলোচিত ফটোকার্ডে ‘গর্ভবতী’ শব্দটি দেখা যায়। তবে আলোচিত ফটোকার্ড গর্ভবতী ও পূর্ণিমা শব্দ দুইটি যে ফন্টে লেখা হয়েছে সে ফন্টের সাথে ফটোকার্ডটির শিরোনামে থাকা বাকি শব্দগুলোর ফন্টের মিল নেই।
অর্থাৎ, গত ২৭ নভেম্বর ঢাকা মেইল এর ফেসবুক পেজে চিত্রনায়িকা পূর্ণিমাকে নিয়ে প্রকাশিত উক্ত ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এছাড়া, ঢাকা মেইলের উক্ত ফটোকার্ড পোস্টের কমেন্টে একই বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন ঢালিউড অভিনেতা ফেরদৌস আহমেদ। ফেরদৌস আহমেদের মনোনয়ন পাওয়ায় তাকে শুভেচ্ছা জানান চিত্রনায়িকা পূর্ণিমা। নিজের অনুভূতি ব্যক্ত করে ঢাকা মেইলকে তিনি বলেন, অনুভূতিটা ভালো লাগার এবং গর্ববোধ করার মতো।
তাছাড়া, আলোচিত ফটোকার্ডের বিষয়ে ঢাকা মেইল এর ফেসবুক পেজে আজ (২ ডিসেম্বর) ‘মিথ্যা প্রচারণা’ শীর্ষক একটি ফটোকার্ড পোস্ট করা হয়। উক্ত পোস্টে ঢাকা মেইল এর নামে ছড়ানো এই ফটোকার্ডটি মিথ্যা বলে জানানো হয়।
মূলত, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১০ আসনে আওয়ামী প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। যার প্রেক্ষিতে গত ২৭ নভেম্বর ফেরদৌসের দীর্ঘদিনের সহকর্মী চিত্রনায়িকা পূর্ণিমার অভিব্যক্তি নিয়ে অনলাইন গণমাধ্যম ঢাকা মেইল ‘ফেরদৌস মনোনয়ন পাওয়ায় গর্বীত পূর্ণিমা’ শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন এবং ফটোকার্ড প্রকাশ করে। পরবর্তীতে ঢাকা মেইলের উক্ত ফটোকার্ডটিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে বিকৃত করে ‘ফেরদৌস মনোনয়ন পাওয়ায় গর্ভবতী পূর্ণিমা’ শীর্ষক শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়।
সুতরাং, ‘ফেরদৌস মনোনয়ন পাওয়ায় গর্ভবতী পূর্ণিমা’ শীর্ষক তথ্যটি মিথ্যা এবং উক্ত দাবিতে ঢাকা মেইল এর নামে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- Dhaka Mail – Facebook Page
- Dhaka Mail – Website