মুক্তিযোদ্ধাদের গ্রেফতার ও লাঞ্চিত করার প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার 

গত ২৮ আগস্ট, “আজ মুক্তিযোদ্ধাদের গ্রেফতার ও লাঞ্চিত করার প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল চলছে” দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি মুক্তিযোদ্ধাদের গ্রেফতার ও লাঞ্চিত করার প্রতিবাদে কোনো মশাল মিছিলের নয় এবং ঘটনাটি ২৮ আগস্টেরও নয়। প্রকৃতপক্ষে, এটি ২৭ আগস্ট বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবির বিরুদ্ধে ডিপ্লোমা শিক্ষার্থীদের মশাল মিছিলের ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স সার্চ করে দৈনিক কালের কণ্ঠের ফেসবুক পেজে গত ২৭ আগস্ট “LIVE : এবার৷ চট্টগ্রামে বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবির বিরুদ্ধে ডিপ্লোমা’দের মশাল মিছিল” প্রচারিত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ২০ সেকেন্ড অংশ থেকে ৩৮ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। 

Comparison: Rumor Scanner

উল্লিখিত সূত্র থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে অনলাইন নিউজ পোর্টাল ‘প্রতিদিনের বাংলাদেশ’ এর ওয়েবসাইটে ২০২৫ সালের ২৭ আগস্ট “চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ডিপ্লোমাধারীদের মশাল মিছিল” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২৭ আগস্ট (বুধবার) চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেইট এলাকায় বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসন এবং তিন দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা বিক্ষোভ করে। চুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ডিগ্রীধারী শিক্ষার্থীরাও মশাল মিছিল করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শুরু হওয়া মিছিলটি পলিটেকনিক মোড় থেকে বের হয়ে দুই নম্বর গেইটে এসে শেষ হয়।

সুতরাং, বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবির বিরুদ্ধে চট্টগ্রামে ডিপ্লোমা শিক্ষার্থীদের মশাল মিছিলের ভিডিওকে মুক্তিযোদ্ধাদের গ্রেফতার ও লাঞ্চিত করার প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র 

আরও পড়ুন

আগস্টে ৩২০ ভুল তথ্য শনাক্ত

spot_img