সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে “শেখ হাসিনাকে দেশে আনার জন্য ডিপজলের কড়া হুসিয়ারি” শিরোনামে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে জয় বাংলা সহ বিভিন্ন আওয়ামীপন্থী স্লোগান দিচ্ছেন অভিনেতা ও পরিচালক মনোয়ার হাসান ডিপজল, মিশা সওদাগর সহ আরো অনেকেই।

উক্ত দাবিতে ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইউটিউবে ছড়িয়ে পড়া পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে মনোয়ার হোসেন ডিপজল কোনো মন্তব্য করেননি বরং পুরোনো ও ভিন্ন প্রসঙ্গের কিছু ভিডিও ক্লিপ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে ২০১৯ সালের ২৩ অক্টোবর ‘AAA Multimedia’ নামের ইউটিউব চ্যানেলে “শিল্পী সমিতি নির্বাচনি মিছিলে- ডিপজল – মিশা – জায়েদ” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের একাংশের সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে মিশা সওদাগর ও অন্যান্য অনেক তারকাকে ডিপজলের পক্ষে স্লোগান দিতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশন ও বর্ণণা অনুযায়ী, ২০১৯ সালে শিল্পী সমিতি নির্বাচনে সহ সভাপতি পদে পদপ্রার্থী ডিপজলের নির্বাচনি প্রচারণার দৃশ্য এটি। কিন্তু এই ক্লিপগুলিকেই ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সম্পাদনার মাধ্যমে ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ সহ বিভিন্ন স্লোগানের অডিও যোগ করে বিকৃত ভাবে ছড়ানো হচ্ছে।

আলোচিত ভিডিওর শেষাংশে ডিপজলের আরো কিছু ক্লিপ দেখা যায়, যেখানে ডিপজলকে বলতে শোনা যায় বিএনপি, আওয়ামীলীগ, জাতীয় পার্টি সহ বাকিরা সকলে আলোচনায় বসলে সহিংসতা বন্ধ করা সম্ভব। এই বিষয়ে কী ওয়ার্ড সার্চের মাধ্যমে ২০২৩ সালের ৩০ অক্টোবর বেসরকারি সংবাদ মাধ্যম সময় টিভি এর ইউটিউব চ্যানেলে “আসন্ন নির্বাচনে কোন দলের প্রার্থী হবেন ডিপজল? | Dipjol | National Election | BD Politics | Somoy TV” শিরোনামে একটি প্রতিবেদন খুজে পাওয়া যায়। মূলত ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডিপজলের অংশগ্রহণ নিয়ে দেওয়া পুরোনো এই সাক্ষাৎকারকে সাম্প্রতিক দাবিতে ভুলভাবে ছড়ানো হচ্ছে।

সুতরাং, অভিনেতা মনোয়ার হাসান ডিপজল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কড়া হুশিয়ারি দিয়েছেন শিরোনামে ইন্টারনেটে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।



 
                                    


