সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল উন্নয়ন’ শীর্ষক শিরোনামে একটি ল্যাম্পপোস্টের ছবি প্রচার করে দাবি করা হচ্ছে যে, উক্ত ছবিটি বাংলাদেশের।
ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের দাবিতে প্রচারিত ল্যাম্পপোস্টের ছবিটি কোনো ধরনের তথ্যসূত্র ছাড়াই উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে ইন্টারনেটে দীর্ঘদিন ধরেই কোনো স্থানের উল্লেখ ছাড়া উল্লেখিত ছবিটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।
ছবিটি সম্পর্কে যা জানা যাচ্ছে
ছবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ব্রিটিশ গণমাধ্যম Daily Mail এ ২০২২ সালের ১১ সেপ্টেম্বর ‘Back to the drawing board! Social media users share snaps of hilarious – and dangerous – building fails that wouldn’t pass health and safety‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটিতে নির্মাণগত ত্রুটির অনেকগুলো ছবির সঙ্গে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র দাবিতে প্রচারিত ছবিটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।
তবে ছবিটির শিরোনাম থেকে এটি ধারণের স্থান, সময় বা ছবিটির চিত্রগ্রাহক সম্পর্কে কোনো তথ্য খুঁজে পাওয়া যায় না।
পাশাপাশি শিল্পকলা, ছবি সহ বিনোদনমূলক আধেয় প্রকাশকারী কমিউনিটি Bored Panda এর ওয়েবসাইটে গত ২০২২ সালের সেপ্টেম্বরে ‘“Construction Fails”: 45 Pics That Might Make You Break Out In A Cold Sweat‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে ১৯ তম স্থানে ‘Used The Wrong Template’ শীর্ষক শিরোনামে উক্ত ছবিটি খুঁজে পাওয়া যায়।
এখানেও ছবিটি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায় না। তবে ছবিটিতে বিদ্যমান ‘haileypetrov92’ একটি লেখার সূত্রে আরেকটি কমিউনিটি ভিত্তিক ওয়েবসাইট Reddit এ ৯ মাস পূর্বে r/constructionFails নামের একটি অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়।
তবে অ্যাকাউন্টটিতে গিয়ে দেখা যায়, ছবিটি সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে।
এছাড়া হাস্যরসাত্মক মিমস, ভিডিও এবং বিভিন্ন অদ্ভুত সংবাদ প্রচারণায় যুক্ত ওয়েবসাইট 9gag এ গত ১০ ফেব্রুয়ারি ‘I AM not engineer but i have some doubts‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে উক্ত ছবিটি খুঁজে পাওয়া যায়।
অন্যান্য সাইটগুলোর মতো এখানেও ছবিটির ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির অস্তিত্ব
এসব ওয়েবসাইট ছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
The Millennial Press নামে আমেরিকা থেকে পরিচালিত একটি ফেসবুক পেইজে ২০২২ সালের ২৬ আগস্ট Biden’s build back better plan!!‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফেসবুক স্ট্যাটাসে উক্ত ছবিটি খুঁজে পাওয়া যায়।
Screenshot: The Millennial Press
মূলত, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ‘Build Back Better Plan’ শীর্ষক একটি প্রস্তাবনার সমালোচনায় ফেসবুক স্ট্যাটাসটিতে উক্ত ছবিটি ব্যবহার করা হয়।
ইনস্টাগ্রামে constructionfasteners নামের একটি অ্যাকাউন্টে প্রায় ৯ মাস পূর্বে ‘Taking Temporary anchorage to a new level‘ শীর্ষক শিরোনামে উক্ত ছবিটি খুঁজে পাওয়া যায়।
এছাড়া ২০২২ সালের ২৫ আগস্ট একজন সার্বিয়ান টুইটার ব্যবহারকারীর টুইটেও উক্ত ছবিটি খুঁজে পাওয়া যায়।
তবে উপরিউক্ত দুইটি পোস্টের কোনোটি থেকেই ছবিটির ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
রিউমর স্ক্যানার টিমের এ পর্যন্ত অনুসন্ধানে প্রতীয়মান হয় যে, উক্ত ছবিটি দীর্ঘদিন ধরেই বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্যসূত্র ও বিস্তারিত বিবরণী ছাড়া প্রচার হয়ে আসছে। আবার যেসব ওয়েবসাইটে ছবিটি প্রচার হচ্ছে, সেগুলোর অধিকাংশই বিনোদনমূলক ওয়েবসাইট।
নির্মাণত্রুটি ও ল্যাম্পপোস্ট সংক্রান্ত বাংলাদেশি গণমাধ্যমে সংবাদ
ছবিটির সত্যতা যাচাইয়ের এ পর্যায়ে বিভিন্ন কি-ওয়ার্ড অনুসন্ধান করে বাংলাদেশি গণমাধ্যমে আলোচিত ছবি সংশ্লিষ্ট কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র দাবিতে প্রচারিত ফেসবুক পোস্টগুলোতেও উক্ত ছবিটি কোন স্থানের বা ছবিটি সম্পর্কে অন্যান্য কোনো তথ্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
তবে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক নির্মাণকাজে ত্রুটি, দায়িত্বে অবহেলা, অকেজো ল্যাম্পপোস্ট ইত্যাদি বিষয়ে বিভিন্ন প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এমন কিছু প্রতিবেদন পড়ুন
‘ত্রুটিপূর্ণ ২৫টি পিলার মাটি দিয়ে ঢেকে দেন ঠিকাদার (প্রতিদিনের বাংলাদেশ), আলোবিহীন অচল ল্যাম্পপোস্ট (প্রথম আলো), মগবাজার-মৌচাক ফ্লাইওভার: সন্ধ্যা নামলেই অন্ধকার, বাড়ছে দুর্ঘটনা ঝুঁকিও (বাংলা ট্রিবিউন), মনোহরগঞ্জে সরকারের লাখ লাখ টাকার ল্যাম্পপোস্ট অকেজো (সকালের সময়), রাজশাহীতে নতুন রাস্তায় পুরনো অকেজো বাতি, জনমনে ক্ষোভ (সময়ের আলো)।
অর্থাৎ ছবিটি প্রথম কবে কোথায় ধারণ করা হয়েছিলো তা নিশ্চিত হওয়া না গেলেও এটা নিশ্চিত যে এটি বাংলাদেশের কোনো অবকাঠামোর ছবি নয়।
মূলত, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল উন্নয়ন’ শীর্ষক শিরোনামে একটি ল্যাম্পপোস্টের ছবি প্রচার করা হচ্ছে। ছবিটিতে দেখা যায়, ল্যাম্পপোস্টটি স্থাপনের জন্য নাট-বল্টুগুলো ঠিক মতো লাগানো হয়নি। তবে ছবিটি বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র হিসেবে প্রচার করা হলেও রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি দীর্ঘদিন ধরেই বাংলাদেশের বাহিরের বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে ইন্টারনেটে প্রচার হয়ে আসছে। কিন্তু কোথাও ছবিটির সম্পর্কে বিস্তারিত কোনো তথ্যের অস্তিত্ব নেই। এছাড়া ছবিটিকে ফেসবুকে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র হিসেবে দাবি করা হলেও উক্ত ছবিটি কোন স্থানের বা ছবিটি সম্পর্কে অন্যান্য কোনো তথ্য পোস্টগুলোতে উল্লেখ করা হয়নি। এবং ইন্টারনেটের যেসব পুরোনো সূত্রে এই ছবিটি পাওয়া গেছে সেসব সূত্রের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই।
সুতরাং, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোনোপ্রকার তথ্যসূত্র ছাড়াই ইন্টারনেট থেকে সংগৃহীত একটি পুরোনো ল্যাম্পপোস্টের ছবিকে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Daily Mail: Back to the drawing board! Social media users share snaps of hilarious – and dangerous – building fails that wouldn’t pass health and safety
- Bored Panda: “Construction Fails”: 45 Pics That Might Make You Break Out In A Cold Sweat
- Reddit: r/constructionFails
- 9gag: I AM not engineer but i have some doubts
- The Millennial Press: Biden’s build back better plan!!
- construction fasteners: Taking Temporary anchorage to a new level
- Twitter user Tweet: https://twitter.com/OtacTroje/status/1562844427768320013?s=20
- Rumor Scanner Own Investigation