সম্প্রতি, ইন্টারনেটে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যাতে দাবি করা হচ্ছে, এটি ভারতের একটি রিয়েলিটি শো’র মঞ্চে বাংলা গজল ‘আজকে মরলে কালকে দুইদিন পরের দিন কেউ কাদবে না’ গাওয়ার দৃশ্য।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভারতের একটি জনপ্রিয় রিয়েলিটি শো Indian Idol এর মঞ্চে ‘আজকে মরলে কালকে দুইদিন পরের দিন কেউ কাদবে না’ শীর্ষক বাংলা গজল গাওয়া হয়নি বরং Indian Idol এর একাধিক পর্বের দৃশ্যের সাথে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশি এক ছেলের গাওয়ার গজলের ভিডিও যুক্ত করে আলোচিত দাবিটি ভিডিওটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে বিচারকের আসনে ভারতের জনপ্রিয় গায়ক হিমেশ রেশামিয়া, গায়িকা নেহা কক্কর এবং কম্পোজার আনু মালিককে দেখা যাচ্ছে। এছাড়াও, একই ভিডিওতে ভারতের জনপ্রিয় নায়ক বরুণ ধাওয়ান এবং নায়িকা কৃতি শ্যাননকেও দেখা গেছে।
ভিডিওটির কিছু কি-ফ্রেম নিয়ে তা রিভার্স সার্চের মাধ্যমে SET India এর ইউটিউব চ্যালেনে ২০২২ সালের ৭ অক্টোবর किसे याद करके रो पड़े Himesh? | Indian Idol | Himesh Approved শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওটি মূলত Indian Idol এর দুইটি পর্বকে একত্র করে তৈরি করা হয়েছে। যার প্রথমটিতে জনপ্রিয় ভারতীয় গায়ক উদিত নারায়ণ এবং অভিজিৎ ভট্টাচার্যের সাথে প্রতিযোগীদের গান করতে দেখা যায়। উক্ত পর্বে পর্দায় দেখানো হিমেশ রেশামিয়া ও আনু মালিকের দৃশ্যের সাথে আলোচিত ভিডিওতে দেখানো হিমেশ রেশামিয়া এবং আনু মালিকের দৃশ্যের হুবহু মিল রয়েছে।

ভিডিওটির দ্বিতীয় অংশ পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওতে হিমেশ রেশামিয়া এবং নেহা কক্কর এর আবেগঘণ মুহূর্তের দৃশ্যের সাথে দ্বিতীয় পর্বে তাদের দুজনকে পর্দায় দেখানোর দৃশ্যের সাথে হুবহু মিল রয়েছে। এছাড়াও ভিডিওটি থেকে জানা যায়, মূলত একজন প্রতিযোগীর গাওয়া একটি বিশেষ গানে হিমেশ রেশামিয়া আবেগাপ্লুত হয়ে পড়েন। ভিডিওটিতে সেই দৃশ্যই দেখানো হয়।

পরবর্তীতে বরুণ ধাওয়ান এবং কৃতি শ্যাননের দৃশ্য অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে LIV Music এর ইউটিউব চ্যানেলে গত ২৭ জুন Shivam की Singing ने किया Varun और Kriti को Emotional |Viral Performances| Indian Idol |27 June 2023 শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, Indian Idol এর উক্ত পর্বে বরুণ ধাওয়ান এবং কৃতি শ্যানন তাদের নতুন সিনেমা Bhediya এর প্রমোশনের জন্যে অতিথি হিসেবে আসেন। সেসময় বিচারকের আসনে বসে প্রতিযোগীদের গান উপভোগ করার সময়কার কিছু দৃশ্যের সাথে আলোচিত ভিডিওতে দেখানো তাদের ফুটেজের সাথে হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

এছাড়াও প্রাসঙ্গিক নানা কি-ওয়ার্ড সার্চের মাধ্যমেও ভারতীয় কোনো রিয়েলিটি শো’র মঞ্চে আলোচিত ভিডিওর গায়ককে উক্ত গজলটি গাওয়ার নির্ভরযোগ্য কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি ব্যতীতও উক্ত ব্যক্তির বেশকিছু ভিডিও ইন্টারনেটে পাওয়া যায়। যেখানে তিনি একই প্রক্রিয়ায় ভারতীয় রিয়েলিটি শো’র বিভিন্ন দৃশ্যের সাথে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নিজের গাওয়া গানের ভিডিও যুক্ত করে তা ইন্টারনেটে প্রচার করেছেন। ভিডিওগুলো দেখুন এখানে, এখানে এবং এখানে।
মূলত, ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো Indian Idol এর তিনটি পর্বে গায়ক হিমেশ রেশামিয়া, গায়িকা নেহা কক্কর এবং কম্পোজার আনু মালিক বিচারক হিসেবে উপস্থিত ছিলেন। এর একটিতে নায়ক বরুণ ধাওয়ান এবং কৃতি শ্যানন তাদের নতুন সিনেমার প্রমোশনের জন্যে অতিথি হিসেবে যুক্ত হন। উক্ত পর্বগুলোর ভিডিও পরবর্তীতে SET India এবং LIV Music নামক ইউটিউব চ্যানেলে প্রচার করা হয়। সম্প্রতি উক্ত রিয়েলিটি শো এর পর্ব তিনটির কিছু দৃশ্য সংগ্রহ করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিটের মাধ্যমে তাতে একটি বাংলা গজলের ভিডিও যুক্ত করে ভারতের একটি রিয়েলিটি শো’র মঞ্চে বাংলা গজল গাওয়ার দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
সুতরাং, ভারতীয় রিয়েলিটি শো’র মঞ্চে এর ‘আজকে মরলে কালকে দুইদিন পরের দিন কেউ কাদবে না’ শীর্ষক গজল গাওয়ার ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওটি এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- SET India Youtube Channel: (96) किसे याद करके रो पड़े Himesh? | Indian Idol | Himesh Approved – YouTube
- LIV Music Youtube Channel: (96) Shivam की Singing ने किया Varun और Kriti को Emotional |Viral Performances| Indian Idol |27 June 2023 – YouTube
- Rumor Scanner’s Own Analysis