ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। গণমাধ্যম প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা এখনও ভারতেই আছেন। সম্প্রতি, যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা সংবাদমাধ্যম ঠিকানা’র সাংবাদিক খালেদ মহিউদ্দীনের সাথে শেখ হাসিনার ফোনালাপ ফাঁস হয়েছে দাবিতে একটি অডিও সম্বলিত ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত একটি ছোট অডিও ক্লিপ দেখুন- এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, খালেদ মুহিউদ্দীনের সাথে শেখ হাসিনার ফোনালাপ দাবিতে প্রচারিত অডিওটি কোনো ফোনালাপের নয় বরং, শেখ হাসিনার ২০১৫ সালের সংবাদ সম্মেলনে খালেদ মুহিউদ্দীন ও শেখ হাসিনার কথোপকথনের ফুটেজ থেকে অডিও সংগ্রহ করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত অডিওটি পর্যবেক্ষণ করে শুরুতেই শোনা যায়, “মাননীয় প্রধানমন্ত্রী আমার নাম খালেদ মুহিউদ্দীন আমি ইনডিপেনডেন্ট টেলিভিশনে কাজ করি।” এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাইভেট টিভি চ্যানেল এবং প্রায় পুরো অডিও জুড়ে নানা বিষয় নিয়ে কথা বলেন।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ইনডিপেনডেন্ট টিভির ফেসবুক পেজে ২০১৫ সালের ২৬ এপ্রিল ‘সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ( পর্ব ২ )’ শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ সম্মেলনের একটি ভিডিও পাওয়া যায়।
ভিডিওর একটি অংশে খালেদ মুহিউদ্দীনকে শেখ হাসিনার উদ্দেশ্যে বলতে দেখা যায়, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমার নাম খালেদ মুহিউদ্দীন আমি ইনডিপেনডেন্ট টেলিভিশনে কাজ করি।’ খালেদ মুহিউদ্দীনের কথার সাথে আলোচিত দাবিতে প্রচারিত অডিওটির শুরুর অংশের মিল রয়েছে এবং খালেদ মুহিউদ্দীনের প্রশ্নের পরবর্তী একটা নির্দিষ্ট সময় শেখ হাসিনা যে সব মন্তব্য করেন তার সাথে আলোচিত দাবিতে প্রচারিত অডিওটির মিল রয়েছে। এ থেকেই নিশ্চিত যে, এই সংবাদ সম্মেলনের অডিও ক্লিপকেই উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
তাছাড়া, খালেদ মুহিউদ্দীনের সাথে শেখ হাসিনার কোনো ফোনালাপের ফাঁসের তথ্য সাম্প্রতিক সময়ে নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং, পুরোনো সংবাদ সম্মেলনে খালেদ মুহিউদ্দীন ও শেখ হাসিনার কথোপকথনের ভিডিও থেকে অডিও সংগ্রহ করে তা সম্প্রতি শেখ হাসিনা ও খালেদ মুহিউদ্দীনের ফোনালাপ দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- independent24.tv: সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ( পর্ব ২ )
- Rumor Scanner’s Own Analysis