ছবিটিতে বাংলাদেশের পতাকার উপরে প্রদর্শিত পতাকাটি মুসলিম লীগের নয়

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, ছবিটিতে বাংলাদেশের পতাকার উপর মুসলিম লীগের পতাকা প্রদর্শিত হচ্ছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটিতে বাংলাদেশের পতাকার উপরের পতাকাটি মুসলিম লীগের পতাকা নয়৷ প্রকৃতপক্ষে মুসলিম লীগের পতাকায় একটি তারকা থাকে, তবে প্রচারিত ছবিটিতে একাধিক তারকা রয়েছে যার সাথে মুসলিম লীগ নয় বরং ত্বরীকায়ে মাইজভাণ্ডারীয়ার পতাকার সাদৃশ্য পাওয়া যায়।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট লক্ষ্য করলে দেখা যায়, পোস্টটি মূলত Meghmallar Bosu নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে প্রচারিত একটি পোস্টের স্ক্রিনশট নিয়ে প্রচার করা হয়েছে। গত ২৪ নভেম্বরে Meghmallar Bosu নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা উক্ত পোস্টটির ক্যাপশন পর্যবেক্ষণ করলে ক্যাপশনে পতাকার বিষয়ে কোনকিছু উল্লেখ করতে দেখা যায়নি। ক্যাপশনে বলা হয়, ছবিটি বৈচিত্র্যের ঐক্য থেকে অনিক রায়ে নামের একজন তুলেছেন। উল্লেখ্য যে, বৈচিত্র্যের ঐক্য হচ্ছে গত ২৩ নভেম্বরে ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশের সকল শ্রেণীগত, ধর্মীয়, লিঙ্গীয়, জাতিগত, পেশাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মানুষের সমাবেশ। 

Screenshot: Facebook

তবে, উক্ত পোস্টের মন্তব্য সেকশনে “বাংলাদেশের পতাকার উপরে কি মুসলিম লীগের পতাকা?” শীর্ষক একজনের মন্তব্যের জবাবে পোস্টকারীকে বলতে দেখা যায়, “না। তরিকতের”। 

পরবর্তীতে পোস্ট উল্লিখিত ফটোগ্রাফারের নামের সূত্র ধরে অনুসন্ধানে ছবির মালিক অনিক রায়ের ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে বের করে রিউমর স্ক্যানার টিম। উক্ত ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে আলোচিত  ছবিটি খুঁজে পাওয়া যায়। তবে তার এই পোস্টেও পতাকার বিষয়ে কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।

Comparison: Rumor Scanner

এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে উইকিপিডিয়ায় মুসলিম লীগের পতাকার একটি ছবি খুঁজে পাওয়া যায়। উইকিপিডিয়া ছাড়াও আরো একাধিক গণমাধ্যমওয়েবসাইটে মুসলিম লীগের একই পতাকার ছবি খুঁজে পাওয়া যায়। মুসলিম লীগের পতাকাটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, পতাকাটিতে একটি তারকা চিহ্ন রয়েছে। অপরদিকে প্রচারিত ছবিতে বাংলাদেশের পতাকার উপরে একাধিক তারকাচিহ্ন দেখতে পাওয়া যায় যা নিশ্চিত করে দুইটি পতাকা আলাদা। 

Comparison: Rumor Scanner

পাশাপাশি, পতাকাটির পরিচয় জানতে প্রচারিত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে কয়েকটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়। আশেকে মাইজভান্ডারী নামের একটি ফেসবুক পেজ ২০২০ সালে তাদের ফেসবুক কভার ফটোতে উক্ত পতাকা সদৃশ একটি পতাকা সম্বলিত ব্যানার পোস্ট করে যেখানে পতাকাটির নিচে “নিশানে ত্বরিকায়ে মাইজভাণ্ডারীয়া” লেখা দেখতে পাওয়া যায়। 

Comparison : Rumor Scanner

এছাড়া, Al-Maizbhandari নামের একটি ফেসবুক পেজে ২০২১ সালের ২ ফেব্রুয়ারিতে প্রচারিত একটি ওয়াজের ভিডিও এর মঞ্চের পিছনে থাকা ব্যানারে উক্ত পতাকা সদৃশ পতাকার ছবি দেখতে পাওয়া যায় এবং ব্যানারে “আল-মাইজ ভাণ্ডারী” শব্দেরও উল্লেখ দেখা যায়। তাছাড়া, আরো একাধিক মাইজভাণ্ডারী সম্পর্কিত পোস্টে প্রচারিত পতাকার সদৃশ পতাকার ছবি পাওয়া যায়। 

উল্লেখ্য যে, প্রচারিত ছবিটি মাইজভাণ্ডারী ছাড়া অন্য কোনো সংগঠন দ্বারা বা ক্ষেত্রবিশেষে ব্যবহৃত হয় কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি তবে, পতাকাটি মুসলিম লীগের পতাকা নয়, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়।

সুতরাং, প্রচারিত ছবিটিতে বাংলাদেশের পতাকার উপর মুসলিম লীগের পতাকা প্রদর্শিত হচ্ছে শীর্ষক দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img