ঢাবি শিবির সভাপতির সাথে তার প্রেমিকার ব্যক্তিগত দৃশ্য দাবিতে ভিন্ন ব্যক্তিদের ছবি প্রচার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি দুইটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ছবিগুলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম ও তার প্রেমিকার।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম ও তার প্রেমিকার নয় বরং, এগুলো সৌম্যশীষ দাস নামে ভারতীয় এক গায়ক ও তার প্রেমিকার ছবি।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলো রিভার্স ইমেজ সার্চ করলে সৌম্য দাস নামের একজন ফটোগ্রাফারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০২২ সালের ৭ জুনে ৯টি ছবি ও ২০২২ সালের ৬ জুনে ৮টি ছবি পোস্ট করতে দেখা যায়। উক্ত ১৭টি ছবির মধ্যে আলোচিত দাবিতে প্রচারিত ছবি দুইটিও পাওয়া যায়। 

Comparison : Rumor Scanner

ছবিগুলোর ক্যাপশনে সৌম্যশীষ দাস নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে মেনশন করতে দেখা যায়৷ পরবর্তীতে সৌম্যশীষ দাস নামের সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে দেখা যায় তিনি একজন গায়ক এবং উল্লিখিত ১৭টি ছবির মধ্যে দুইটি ছবি তিনি ২০২২ সালে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও পোস্ট করেছিলেন। ছবিগুলো ২০২২ সালের জুন মাসের ২৯ তারিখে আলাদা আলাদাভাবে পোস্ট করে ক্যাপশনে যথাক্রমে তিনি লিখেছিলেন, “The way I look at her>>>>>>>….” ও “শুধু তোমারই জন্য”। ছবিগুলোতে তাকে June নামের একজন নারী ব্লগারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ট্যাগ করতে দেখা যায়। ছবিগুলো ও উল্লিখিত দুইটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে নিশ্চিত হওয়া যায়, আলোচিত দাবিতে প্রচারিত ছবিতে থাকা যুগল হলেন সৌম্যশীষ দাস ও জুন। 

পাশাপাশি, সৌম্যশীষ দাসের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে জানা যায়, তিনি ভারতের কলকাতায় বসবাস করেন এবং কলকাতা ভিত্তিক এক্সপেরিমেন্টাল রক ব্যান্ড ‘ম্যানগ্রোভ ইন্ডিয়া’র একজন গায়ক।

সুতরাং, প্রচারিত ছবিগুলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম ও তার প্রেমিকার শীর্ষক দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img