টঙ্গীতে করোনার টিকা নেওয়ার পর শিক্ষার্থী ফরহাদের মৃত্যুর দাবিটি গুজব

সম্প্রতি “টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজে টীকা নেওয়ার পর ফরহাদ (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু” শীর্ষক শিরোনামে একটি তথ্য ভিডিও সহকারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, করোনো প্রতিরোধী টিকা নেওয়ার পরে নয় বরং টিকা নেওয়ার আগেই অসুস্থ হয়ে শিক্ষার্থী ফরহাদ মৃত্যুবরণ করে।

কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, দেশীয় সংবাদমাধ্যম দৈনিক নয়া দিগন্তের অনলাইন সংস্করণে গত ২১ জানুয়ারিতে ‘টঙ্গীতে টিকাদান কেন্দ্রর ভিড়ে অসুস্থ হয়ে স্কুলছাত্রের মৃত্যু‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot from Naya Diganta website

এছাড়াও মূলধারার একাধিক সংবাদমাধ্যম যায় যায় দিন, ইনকিলাব, যুগান্তর-এ একই তথ্য সম্বলিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায় ।

Screenshot from Jugantor website

মূলত, টঙ্গীতে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার স্কুল অ্যান্ড কলেজ এর শিক্ষার্থী ফরহাদ গত ২০ জানুয়ারি প্রথম ডোজের টিকা নিতে যান। টিকা গ্রহণের জন্য ভিড়ের মধ্যে দীর্ঘ লাইনে অপেক্ষায় থেকে বেলা পৌনে ২ টায় সেখানে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরবর্তীতে প্রথমে তাকে স্থানীয় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতাল ও এরপর টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনালের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন

তবে চিকিৎসক কর্তৃক ফরহাদকে মৃত ঘোষণার পরবর্তী সময়ে করোনা প্রতিরোধী টিকা নেয়ার পর অসুস্থ হয়ে ফরহাদের মৃত্যু হয়েছে দাবিতে উক্ত তথ্যটি ভিডিও সহকারে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এছাড়াও, বেশ কিছু ফেসবুক পেজে ‘টিকা নিয়ে ফরহাদ সহ ১৬ শিক্ষার্থীর মৃত্যু’, ইউটিউবে ENKTV 24 নামক চ্যানেলে “ইন্নালিল্লাহ করোনা টিকায় মৃত্যু হলো ১৬ জন শিক্ষার্থীর/পুরো দেশ তোলপাড়” ও Unmochon24 নামক চ্যানেলে “টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজ এ ফাইজার টীকা নেওয়ার পর ফরহাদ সহ ১৬ জন শিক্ষার্থী নিহত” শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিও এর মাধ্যমে অপর একটি তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

মূলত, মূলধারার সংবাদ মাধ্যমে নিহতের নামের সাথে ব্রাকেটে বয়স ১৬ অর্থাৎ ‘ফরহাদ হোসেন (১৬)’ সংযুক্ত করায় উক্ত বিষয়টিকে অনেকে ১৬ জন ব্যক্তি নিহত ভেবে বিভ্রান্ত হয়েছেন এবং তা প্রচারের ফলে সামাজিক মাধ্যমেও বিভ্রান্তির সৃষ্টি হয়।

তবে, করোনা টিকা নেওয়ার পর শিক্ষার্থীর মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো মন্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির কোথাও উল্লেখ করা নেই বরং ভিডিওটি ডাক্তার কর্তৃক ফরহাদকে মৃত ঘোষণা পরবর্তী সময়ে ধারণ করা।

আরো পড়ুনঃ ১৬ শিক্ষার্থী ওমিক্রনে আক্রান্তের খবরটি ভারতের, বাংলাদেশের নয়

এই বিষয়ে টিকা কেন্দ্র টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ওই শিক্ষার্থী টিকা গ্রহণ করতে এসে অসুস্থ হয়ে পরলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।‘ টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম জানান, ‘ফরহাদ আগে থেকেই অসুস্থ ছিল। তার হার্টের সমস্যা ছিল। গতকাল কেন্দ্রে টিকা নেয়ার আগেই সে অসুস্থ হয়ে পড়ে।

শিক্ষার্থী ফরহাদের মা লিপি আক্তার গণমাধ্যমকে বলেছেন, ‘ফরহাদ হৃদরোগে আক্রান্ত ছিল। চিকিৎসা নেওয়ার পর সে সুস্থ হয়ে উঠে। গত ১৫ জানুয়ারি সে টিকার নিবন্ধন করে। সকালে বাসা থেকে নাস্তা করে টিকা নিতে টিকা কেন্দ্রে যায়। এরপর দুপুরে সহপাঠীরা ফোন করে জানায় সে মারা গেছে।

উল্লেখ্য, গত বছরের ৬ নভেম্বরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে করোনার টিকা নেওয়ার আধ ঘণ্টা পর হোসনা আক্তার নামের এক গৃহবধূর মৃত্যু হয়। তবে সে ঘটনাতেও তার পরিবার থেকে জানা যায়, হোসনার অ্যালার্জিজনিত সমস্যা ছিল। তিনি নিম্ন রক্তচাপের রোগী ছিলেন।

টঙ্গী
Screenshot from Prothom Alo website

অর্থাৎ, এক শিক্ষার্থীর করোনার টিকা নিতে এসে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পরবর্তীতে মৃত্যুবরণের ঘটনাকে করোনা টিকা নেওয়ার ফলে মৃত্যু হয়েছে শীর্ষক দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজে টীকা নেওয়ার পর ফরহাদ (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু
  • Claimed By: Facebook Posts, YouTube
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Daily Naya Diganta: https://www.dailynayadiganta.com/more-news/638073/%E0%A6%9F%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BF%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%85%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5-%E0%A6%B9%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81
  2. Daily Inqilab: https://m.dailyinqilab.com/article/455138/%E0%A6%9F%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81
  3. Samakal: https://samakal.com/bangladesh/article/220193578/%E0%A6%9F%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%97%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81
  4. Jugantor: https://www.jugantor.com/country-news/511241/%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A2%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%9C%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80
  5. Jaijaidin: https://www.jaijaidinbd.com/wholecountry/230517
  6. Prothom Alo: https://www.prothomalo.com/bangladesh/district/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%A7%E0%A6%BE-%E0%A6%98%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img