ড. ইউনূস প্রসঙ্গে মোদির এক্স পোস্টের এই জবাব ধ্রুব রাঠি দেননি

গত ৮ আগস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানান। মোদির সেই এক্স পোস্টে ভারতীয় ইউটিউবার ও রাজনৈতিক বিশ্লেষক ধ্রুব রাঠি প্রতিত্তোর দিয়েছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ড. ইউনূস

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন, এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, নরেন্দ্র মোদি তার এক্স অ্যাকাউন্ট থেকে ড. ইউনূসকে শুভেচ্ছা জানানোর পোস্টে ধ্রুব রাঠি কোন জবাব দেননি বরং তার নামে তৈরি একটি প্যারোডি অ্যাকাউন্ট থেকে জবাব দেওয়ার বিষয়টিকে ধ্রুব রাঠির নিজের মন্তব্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে আলোচিত পোস্ট গুলোতে ধ্রুব রাঠির এক্স অ্যাকাউন্ট দাবিতে উল্লিখিত এক্স অ্যাকাউন্টটি পর্যালোচনা করে দেখা যায়, ধ্রুব রাঠির এক্স অ্যাকাউন্ট দাবিতে প্রচারিত অ্যাকাউন্টিতে ধ্রুব রাঠির নামের পাশে ইংরেজিতে ‘Parody’ লেখা, যা বাংলায় নকল বোঝায়।

Screenshot from X

উক্ত অ্যাকাউন্টের বায়োতে লেখা, “এটি ফ্যান এবং প্যারোডি অ্যাকাউন্ট। @dhruv_rathee এর আসল অ্যাকাউন্টের সাথে এর কোন সম্পর্ক নেই এবং কারও ছদ্মবেশ ধারণ করছে না। এই অ্যাকাউন্টটি প্যারোডি।”

এছাড়া ধ্রুব রাঠির আসল এক্স অ্যাকাউন্টের সাথে তার নামে তৈরি প্যারোডি অ্যাকাউন্টের বেশ পার্থক্য লক্ষ্যনীয়।

Image Comparison: Rumor Scanner

এছাড়া, এই প্রতিবেদন লেখা পর্যন্ত অনুসন্ধানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা জানানোর এক্স পোস্টে ধ্রুব রাঠির আসল এক্স অ্যাকাউন্ট থেকে করা কোনো প্রতিত্তোর খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নরেন্দ্র মোদি তার এক্স অ্যাকাউন্ট থেকে শুভেচ্ছা জানানোর পোস্টে ধ্রুব রাঠি জবাব দিয়েছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Dhruv Rathee – X
  • Dhruv Rathee (Parody) – X

আরও পড়ুন

spot_img