বৃহস্পতিবার, অক্টোবর 3, 2024
spot_img

গাজীপুরে বেক্সিমকো কোম্পানিতে অগ্নিসংযোগে ১৩০ জন নিহতের দাবিটি গুজব

গত ১১ সেপ্টেম্বর তারিখে গাজীপুরের কাশিমপুর সারাবো এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকদের দেওয়া অগ্নিসংযোগে পুড়ে যায় বিগবস করপোরেশন লিমিটেডের কারখানা। এরই প্রেক্ষিতে দেশীয় গণমাধ্যম দেশ টিভির বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি প্রচার করা হচ্ছে, “গাজীপুর বেক্সিমকো কোম্পানিতে আগুনে ১৩০ জন নিহত।”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গাজীপুরে আগুন দেওয়া প্রতিষ্ঠানটি বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন নয় এবং সেখানে কোনো নিহতের ঘটনাও ঘটেনি। দেশটিভিও এমন কোনো সংবাদ দেয়নি বরং অগ্নিসংযোগের শিকার প্রতিষ্ঠানটি এপটেক গ্রুপের মালিকানাধীন বিগবসের কারখানা। ভুয়া দাবিটি দেশ টিভিকে জড়িয়ে প্রচার করা হয়েছে।

আগুন দেওয়া কারখানাটি বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন কি না এ বিষয়ে অনুসন্ধানে, এপটেক গ্রুপের চিফ এইচআর মোঃ আলী আহাদ বিন জাহিদসহ একাধিক ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করে ও নিজস্ব অনুসন্ধানে রিউমর স্ক্যানার টিম নিশ্চিত হয়, গাজীপুরে শ্রমিকদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া ‘বিগবস’ কারখানাটি বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন নয় বরং, কারখানাটি ‘এপটেক’ গ্রুপের। যার মালিক সৈয়দ রেজাউল হোসেন কাজী। এ বিষয়ে বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।

কারখানায় আগুনে ১৩০ জন নিহত হয়েছেন কি না তা জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে দেশ টিভির ওয়েবসাইট বা ফেসবুক পেজে আলোচিত দাবির স্বপক্ষে প্রচারিত কোনো সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি। 

এ বিষয়ে দেশ টিভির ফেসবুক পেজে খুঁজে পাওয়া সর্বশেষ প্রকাশিত দুই প্রতিবেদনেও ১৩০ জন নিহতের কোনো উল্লেখ পাওয়া যায়নি। বরং, কারখানায় আগুন দেওয়া, শ্রমিকদের অসন্তোষ ইত্যাদি তথ্য পাওয়া যায়।

বিগবস কারখানার আগুনে ১৩০ জন নিহত হয়েছেন দাবিতে দেশ টিভি কোনো সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছিল কি না তা জানতে রিউমর স্ক্যানার যোগাযোগ করে দেশ টিভির সম্পাদক আরিফ হাসানের সাথে। তিনি জানান, “আমরা (দেশ টিভি) এমন (বিগবস কারখানার আগুনে ১৩০ জন নিহত শীর্ষক) কোনো সংবাদ প্রকাশ করিনি।”

দেশ টিভি ছাড়া অন্য কোনো বিশ্বস্ত বা মূলধারার গণমাধ্যম সূত্রে এমন কোনো দাবি প্রচার করা হয়েছিল কি না তা অনুসন্ধান করতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবিটির স্বপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

উক্ত কারখানার আগুনে ক্ষয়ক্ষতি নিয়ে দেশীয় সংবাদমাধ্যম জাগোনিউজ২৪ গত ১২ সেপ্টেম্বর “বিগবস কারখানায় আগুনে ক্ষতি ৫৫ কোটি টাকা” শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছে। উক্ত সংবাদ প্রতিবেদনটি পড়ে জানা যায়, “গাজীপুরের কাশিমপুর সারাবো এলাকায় বহিরাগত শ্রমিকদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া বিগবস করপোরেশন লিমিটেডের কারখানায় ৫৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।” এছাড়াও প্রতিবেদনটিতে জানানো হয়, অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার সিনিয়র ম্যানেজার এডমিন এমএম হাবিবুর রহমান বাদী হয়ে জিডি করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, ১১ সেপ্টেম্বর অজ্ঞাতপরিচয় তিন থেকে চার হাজার দুষ্কৃতকারী এ্যাপটেক ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিগবস করপোরেশন, বিগবস ওয়াসিং, এপটেক ক্যাসুয়ার, সালিনা ফ্যাশন লিমিটেডের গোডাউনের মেইন গেট ভেঙে ভেতরে ঢুকে। তারা সিকিউরিটি গার্ডদের বেধড়ক মারধর করে। তখন তাদের বিরত করার জন্য ফ্যাক্টরির কর্মকর্তা ও শ্রমিকরা চেষ্টা করলে ২৫ জনকে এলোপাতাড়ি মারপিট করে আহত করে। একপর্যায়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গোডাউনে থাকা ফেব্রিক্স, কেমিক্যাল, কার্টন, প্লাস্টিক হ্যাংগারসহ চলমান বায়ারের আরও অন্যান্য মালামাল ও একটি স্টাফ বাস পুড়িয়ে দেয়। যাতে আনুমানিক ৫৫ কোটি টাকার ক্ষতি হয়।

অর্থাৎ, আলোচিত দাবির স্বপক্ষে কোনো তথ্য বা উল্লেখ কারখানার সিনিয়র ম্যানেজারের পক্ষ থেকেও আসেনি। 
সুতরাং, গাজীপুরে বেক্সিমকো কোম্পানিতে অগ্নিসংযোগে ১৩০ জন নিহত হয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img