রাজধানীর বনশ্রী এলাকায় আনোয়ার নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গত ২৩ ফেব্রুয়ারি গুলি করে তার কাছে থাকা ‘২০০ ভরি স্বর্ণ এবং নগদ ১ লাখ টাকা’ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় তিনি নিহত হয়েছেন শীর্ষক একটি দাবি প্রচার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বনশ্রীতে গুলি করে ২০০ ভরি সোনা ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার গুলিবিদ্ধ হলেও তিনি এখন আশঙ্কামুক্ত রয়েছেন। এছাড়া, এই ঘটনায় অন্য কেউ নিহতের ঘটনাও ঘটেনি।
এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলোর ২৪ ফেব্রুয়ারির এক প্রতিবেদন থেকে জানা যায়, দোকান থেকে বাসায় ফেরার পথে আনোয়ার নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গত ২৩ ফেব্রুয়ারি গুলি করে তার কাছে থাকা ‘২০০ ভরি স্বর্ণ এবং নগদ ১ লাখ টাকা’ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, আহত অবস্থায় মো. আনোয়ারকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। তাঁর শরীরে চারটি গুলি লেগেছে।
পরবর্তীতে গত রাতে প্রথম আলোর ওয়েবসাইটে আনোয়ারের একটি ভিডিও বক্তব্য প্রচার করা হয়। বক্তব্যে তিনি তার ওপর হামলার ঘটনার বর্ণনা দেন।
এছাড়া, অন্যান্য গণমাধ্যমের এ সংক্রান্ত প্রতিবেদনগুলো বিশ্লেষণ করে উক্ত ব্যবসায়ীর মৃত্যুর কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি।
সুতরাং, বনশ্রীতে গুলি করে ২০০ ভরি সোনা ছিনতাইয়ের ঘটনায় একজন নিহত হয়েছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।