সম্প্রতি বাংলাদেশের ঘটনা দাবিতে চারজন তরুণীর লাশ ট্রাকে তোলার একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চারজন তরুণীর লাশ ট্রাকে তোলার ঘটনাটি বাংলাদেশের নয় বরং, ভারতের একটি ঘটনার ভিডিও ব্যবহার করে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে Pram Chopra নামক একজন ভারতে বসবাসকারী ব্যক্তির ফেসবুক প্রোফাইলে গত ১৫ মার্চ প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া গেছে।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, হোলি উৎসবের মধুবানী জেলার আরের থানা এলাকার ডহালা গ্রামে পুকুরে ডুবে চার মেয়ের মৃত্যু হয়। হোলির দিন এই দুর্ঘটনা খুবই বেদনাদায়ক, পুরো গ্রামে শোকের পরিবেশ। স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাটির তদন্ত করেছে। পোস্টমর্টেমের জন্য মৃতদেহগুলো হাসপাতালে নিয়ে যেতে ট্র্যাক্টর নিয়ে যাওয়া হয়েছিল, তাতে গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা গিয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে ভারতীয় গণমাধ্যম The Times Of India এর ওয়েবসাইটে গত ১৬ মার্চ ‘Four girls drown in Madhubani pond’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন সূত্রে জানা যায়, ঘটনাটি গত ১৪ মার্চ হোলি উৎসবের দিন ভারতের বিহার রাজ্যের মধুবনী জেলায় ঘটে। দাহিলা গ্রামের হোলি খেলার পর ওই চার তরুণী পুকুরে নামে, তাদের মধ্যে ডুবন্ত একজকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে চারজনই ডুবে মারা যায়।
অর্থাৎ, আলোচিত ঘটনাটি ভারতের বিহার রাজ্যের ঘটেছে।
সুতরাং, বাংলাদেশের ঘটনা দাবিতে ভারতের বিহার রাজ্যে চার তরুণীর মৃত্যুর ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Pram Chopra – Facebook Post
- The Times Of India – Four girls drown in Madhubani pond