জঙ্গলে হিন্দু ব্যবসায়ীর লাশ উদ্ধারের ঘটনাটি বাংলাদেশের নয়

সম্প্রতি ‘জঙ্গলে বসা অবস্থায় লাশ উদ্ধার এক হিন্দু  ব্যবসায়ীর’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে৷ ভিডিওতে সাদা শার্ট পরিহিত একজন পুরুষকে মাটিতে বসা অবস্থায় দড়ি দিয়ে গাছে ডালের সাথে ঝুলিয়ে বাধা থাকতে দেখা গেছে৷

উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জঙ্গলে বসা অবস্থায় ঝুলানো হিন্দু ব্যবসায়ীর লাশ পাওয়ার ঘটনাটি বাংলাদেশের নয় বরং ভারতের ত্রিপুরা রাজ্যের ঘটনার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে৷

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে তাতে ‘শিরোনামে ত্রিপুরা’ শীর্ষক লোগো লক্ষ্য করা যায়৷ উক্ত সূত্র ধরে ত্রিপুরা রাজ্যের ফেসবুক ভিত্তিক নাগরিক সাংবাদিকতার প্লাটফর্ম ‘শিরোনামে ত্রিপুরা’-এর ফেসবুক পেজে গত ১১ মার্চ প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া গেছে।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, মলয়নগর বাইপাস এলাকার জঙ্গলে বসা অবস্থায় এক ব্যবসায়ীর নিথর দেহ পাওয়া গেছে৷ ভিডিওতে নিহত ব্যক্তির বোনের বক্তব্যে নিহত ব্যক্তির নাম রনবীর দেব (৫২) জানা যায়।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে গত ১১ মার্চ ত্রিপুরার স্থানীয় গণমাধ্যম Tripura News 8 এর ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও এবং জাগরণত্রিপুরা.com নামক ওয়েবসাইটে ‘জঙ্গল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়৷

সুতরাং, ভারতের ত্রিপুরায় এক ব্যবসায়ী লাশ জঙ্গলে পাওয়ার ঘটনাকে বাংলাদেশে হিন্দু ব্যবসায়ীর লাশ উদ্ধার দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img