চট্টগ্রামে কর্ণফুলী মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ মারা যাননি

গত ১২ নভেম্বর রাতে চট্টগ্রাম মহানগরের দুই নম্বর গেট এলাকার কর্ণফুলী মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এরই প্রেক্ষিতে “চট্টগ্রামে ভয়াবহ আগুন লেগে লাশের পর লাশ” শীর্ষক শিরোনামে অর্থাৎ উক্ত ঘটনায় একাধিক মৃত্যু হয়েছে দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে উক্ত দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ১২ নভেম্বর চট্টগ্রামে কর্ণফুলী মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালকসহ চট্টগ্রামের একাধিক গণমাধ্যমকর্মী নিশ্চিত করেছেন।

অনুসন্ধানে জাতীয় দৈনিক দ্যা ডেইলি স্টারের ওয়েবসাইটে ১২ নভেম্বর “চট্টগ্রামে কর্ণফুলী মার্কেটে আগুন, আধা ঘণ্টা পরে নিয়ন্ত্রণে” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, ১২ নভেম্বর রাতে চট্টগ্রাম মহানগরের দুই নম্বর গেট এলাকায় কর্ণফুলী মার্কেটে আগুন লাগলে ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে আনে। তবে উক্ত প্রতিবেদনে কারও হতাহতের তথ্য পাওয়া যায়নি।

অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্টের ওয়েবসাইটে গত ১২ নভেম্বর একই ঘটনার বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

অন্য কোনো গণমাধ্যমেও এ সংক্রান্ত দাবির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

চট্টগ্রাম বিভাগের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক দিনমনি শর্মা রিউমর স্ক্যানারকে জানান, এই ঘটনায় কেউ আহত বা নিহত হননি।

এ বিষয়ে প্রথম আলোর চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র রিপোর্টার গাজী ফিরোজ শিবলীর সাথে যোগাযোগ করা হলে উক্ত ঘটনায় কেউ মৃত্যুবরণ করেনি বলে তিনি রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেন।

দ্যা ডেইলি স্টারের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার মিজানুর রহমানও রিউমর স্ক্যানারকে একই তথ্য জানান।

সুতরাং, চট্টগ্রামে কর্ণফুলী মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img