নাইট ক্লাবে সমন্বয়ক নুসরাত তাবাসসুমের নাচের দৃশ্য দাবিতে ভিন্ন নারীর ভিডিও প্রচার 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত তাবাসসুমের নাচের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

নাইট ক্লাবে সমন্বয়ক নুসরাত

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ অবধি এখন পর্যন্ত আলোচিত দাবির সবচেয়ে ভাইরাল ভিডিওটি ৫ লক্ষ ৪৮ হাজারবার দেখা হয়েছে এবং সাড়ে ছয় হাজার প্রতিক্রিয়া জানানো হয়েছে। এছাড়া, ভিডিওটি ৫ শত দুইবার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত নাচের ভিডিওটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুমের নয় বরং এটি ভারতের পশ্চিমবঙ্গের প্রিয়াঙ্কা দাস নামের এক কনটেন্ট ক্রিয়েটরের নাচের ভিডিও। 

ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে priyankadaskolkata29 নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১৩ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

Video Comparison: Rumor Scanner 

priyankadaskolkata29 নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায় তিনি ভারতের পশ্চিমবঙ্গের একজন কনটেন্ট ক্রিয়েটর। 

এছাড়া একই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১৪ সেপ্টেম্বর প্রকাশিত কিছু স্থিরচিত্র খুঁজে পাওয়া যায়। উক্ত ছবিতে নুসরাত তাবাসসুমের নাচের ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওর প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন। ভিডিওতে ভারতের পশ্চিমবঙ্গের স্ট্রিটফুড ‘ফোনপে পরোটা’ এর সত্ত্বাধিকারী ডিজে অরুণকে লক্ষ্য করা যায়।

এছাড়া নুসরাত তাবাসসুমের সাথে আলোচিত নাচের ভিডিওতে থাকা নারীর চেহারারও কোনো মিল পাওয়া যায়নি।

Image Comparison: Rumor Scanner

সুতরাং, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুমের নাচের ভিডিও দাবিতে ভারতের পশ্চিমবঙ্গের কন্টেন্ট ক্রিয়েটরের নাচের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img