ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল ম্যাচের প্রতি মিনিটে গোল করা একমাত্র ফুটবলার নন

সম্প্রতি, ৯০ মিনিট দৈর্ঘ্যের ফুটবলে প্রথম থেকে ৯০ প্রতি মিনিটেই গোল করার রেকর্ড করা ফুটবল ইতিহাসে একমাত্র ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো দাবি করে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ক্রিস্টিয়ানো রোনালদো

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ৯০ মিনিট দৈর্ঘ্যের ফুটবলে প্রথম থেকে ৯০ প্রতি মিনিটেই গোল করার রেকর্ড করা ফুটবল ইতিহাসে একমাত্র ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো নন বরং রোনালদো ছাড়াও আরো অন্তত দুই ফুটবলার এই কৃতিত্ব অর্জন করেছেন।

কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে ব্রিটিশ ট্যাবলয়েড সংবাদপত্র দ্য সান এর ওয়েবসাইটে ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর “ONE EVERY MINUTE Luis Suarez lands incredible goalscoring feat by netting in EVERY minute of match between 1 and 97 during career” শীর্ষক শিরোনামে প্রকাশিত এ সংক্রান্ত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদন থেকে জানা যায়, ৯০ মিনিট ফুটবলের প্রতি মিনিটে গোল দেওয়ার কৃতিত্ব অর্জন করা তিন ফুটবলার হলেন ক্রিস্টিয়ানো রোনালদো, জ্লাতান ইব্রাহিমোভিচ এবং লুইস সুয়ারেজ। সম্মানজনক এই কৃতিত্ব অর্জনের তালিকায় সর্বশেষ সংযোজন হলে লুইস সুয়ারেজ। ২০২১ সালে লা লিগার একটি ম্যাচে গেতাফের বিরুদ্ধে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ৭৮ মিনিটে গোল দিয়ে এই তালিকায় যুক্ত হন তিনি।

ক্রীড়াভিত্তিক অনলাইন পোর্টাল ট্রিবুনায় ২০২১ সালের ২৩ সেপ্টেবরে প্রকাশিত একটি প্রতিবেদনও একই তথ্য মিলেছে।  
মূলত, সাধারণত ফুটবল খেলা ৯০ মিনিটের হয়ে থাকে। এই ‘৯০ মিনিটের প্রতি মিনিটেই গোলের রেকর্ড করা ফুটবল ইতিহাসের একমাত্র ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো’ দাবি করে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উক্ত দাবির বিপরীতে অনুসন্ধানে জানা গেছে, রোনালদো ছাড়াও এই কৃতিত্ব অর্জনের তালিকার আরো অন্তত দুই ফুটবলার রয়েছেন। এরা হলেন, দুই ফুটবলার হলেন উরুগুয়ের লুইস সুয়ারেজ ও সুইডেনের জ্লাতান ইব্রাহিমোভিচ।

উল্লেখ্য, পূর্বে একই দাবি লিওনেল মেসির নামে ছড়ালে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার জানায়, মেসি এখনো এই রেকর্ড গড়েননি। ১ মিনিটের মধ্যে গোল করতে পারলে ১ থেকে ৯০ মিনিটে প্রতি মিনিটে গোল দেওয়ার তালিকায় জায়গা করে নিবেন তিনি, যে তালিকায় ইতোমধ্যেই আরো অন্তত তিন ফুটবলার রয়েছেন। 

সুতরাং, “ক্রিস্টিয়ানো রোনালদোই একমাত্র ফুটবলার যিনি ফুটবল ইতিহাসে ১ থেকে ৯০ প্রতি মিনিটেই গোল করার রেকর্ড করেছেন” শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img