মেসির পূর্বে ম্যাচের প্রতি মিনিটে গোল করার রেকর্ড আছে তিনজনের 

সম্প্রতি, “ম্যাচের শুরুর এক মিনিটে গোল করতে পারলেই ফুটবল ইতিহাসে একমাত্র মেসিই ম্যাচের সকল মিনিটে গোল করার রেকর্ড করবে” শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।  

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ম্যাচ শুরুর এক মিনিটের মধ্যে গোল করতে পারলে ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে লিওনেল মেসি ম্যাচের ৯০ মিনিটের সকল মিনিটেই গোল করার রেকর্ড গড়ার দাবিটি সত্য নয় বরং ইতোমধ্যেই তিন জন খেলোয়াড়ের এই রেকর্ড রয়েছে। লিওনেল মেসির এক মিনিট বাদে সব মিনিটে গোল রয়েছে। তিনি এক মিনিটে গোল করতে পারলে চতুর্থ খেলোয়াড় হিসেবে এই রেকর্ড গড়বেন।

দাবিটির সত্যতা যাচাইয়ে কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে ব্রিটেনের গণমাধ্যম The Sun এ ২০২১ সালের ৪ অক্টোবর “ONE EVERY MINUTE Luis Suarez lands incredible goalscoring feat by netting in EVERY minute of match between 1 and 97 during career” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। 

Screenshot: The Sun

প্রতিবেদনটি থেকে জানা যায়, গেটাফের বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে লুইস সুয়ারেজ দুইটি গোল করেন। এর মধ্যে খেলার ৭৮তম মিনিটের প্রথম গোলটির মাধ্যমে উরুগুয়ের ফুটবলার লুইস সুয়ারেজ তার ফুটবল ক্যারিয়ারের প্রতি মিনিটে গোল করার রেকর্ড করেছেন। এর আগে ক্রিস্টিয়ানো রোনালদো ও জ্বালাতান ইব্রাহিমোভিচ এই রেকর্ড অর্জন করেছেন। 

Screenshot: The Sun 

পাশাপাশি খেলাধুলা ভিত্তিক ওয়েবসাইট  tribuna.com এ “Luis Suarez enters 3-man list of players who scored in EVERY minute of a game – Messi is not there” শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন থেকে জানা যায়, গেটাফের বিরুদ্ধে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলার ৭৮ মিনিটে গোল করার মাধ্যমে খেলা শুরুর প্রথম মিনিট থেকে অতিরিক্ত ৭ মিনিট সহ মূল খেলার প্রতি মিনিটে গোল করার অনন্য একটি রেকর্ড গড়েছেন লুইস সুয়ারেজ।   

Screenshot: Tribune.com 

প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, ইতোপূর্বে পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও সুইডিশ তারকা ইব্রাহিমোভিচের এই রেকর্ড আছে। তবে আর্জেন্টাইন তারকা মেসি এখনো এই রেকর্ড গড়তে পারেননি।

এছাড়া ফুটবল ভিত্তিক আরেকটি ওয়েবসাইট bleacherreport এ ২০১৪ সালের ৩০ এপ্রিল ‘8 Insane Cristiano Ronaldo Stats No One Talks About’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, রোনালদো ২০১৪ সালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৭ মিনিটে গোল করার মাধ্যমে ৯০ মিনিটের খেলায় প্রতি মিনিটে গোল করার কৃতিত্ব অর্জন করেছেন।

Screenshot:  bleacherreport

মূলত, গত ১৫ জুন বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার সাথে প্রীতি ম্যাচে শুরুর ১ মিনিট ১৯ সেকেন্ডে গোল করে নিজ ক্যারিয়ারের দ্রুততম গোল করার রেকর্ড গড়েন লিওনেল মেসি। এর ফলে ফুটবলের ৯০ মিনিটের প্রতি মিনিটে গোল করার রেকর্ড অর্জনের আরো কাছে চলে যান তিনি। এর আগে ৯০ মিনিটের মধ্যে তার ১ এবং ২ মিনিটে গোল করা বাকি ছিল তার। এখন শুধু ১ মিনিটের মধ্যে গোল করলেই তিনি ফুটবল খেলার ৯০ মিনিটের মধ্যে সব মিনিটে গোল করার রেকর্ড গড়বেন। উক্ত বিষয়ের প্রেক্ষিতে ‘ম্যাচের শুরুর এক মিনিটে গোল করতে পারলেই ফুটবল ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে লিওনেল মেসি ম্যাচের ৯০ মিনিটের সকল মিনিটে গোল করার রেকর্ড করবে’ শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা যায়, ইতোমধ্যেই পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, উরুগুয়ের লুইস সুয়ারেজ ও সুইডেনের জ্বালাতন ইব্রাহিমোভিচ এই রেকর্ড গড়েছেন এবং মেসি এই রেকর্ড গড়লে চতুর্থ খেলোয়াড় হিসেবে এই রেকর্ডে নিজের নাম লেখাবেন।

সুতরাং, ম্যাচের শুরুর এক মিনিটে গোল করতে পারলেই ফুটবল ইতিহাসে একমাত্র মেসিই ম্যাচের সকল মিনিটে গোল করার রেকর্ড করবেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img