সম্প্রতি, ক্রিকেটার সাব্বির রহমান এঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট হওয়ার ঘটনায় “সাকিব ভাই যা করসে নিয়মের ভিতরে থেকেই করসে, উনি তো তাও দুই মিনিট সময় দিসে, আমি হইলে তো ওই কাইল্লা-রে শ্বাস নেওয়ারও সময় দিতাম না” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ক্রিকেটার সাব্বির রহমান এঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট হওয়ার ঘটনায় আলোচিত মন্তব্যটি করেননি বরং বরং ‘দেউলিয়া রাষ্ট্র’ নামের একটি ফেসবুক পেজ থেকে সার্কাজম হিসেবে এই মন্তব্যটি প্রথম প্রচার করা হয়; যা পরবর্তীতে বাস্তব দাবিতে ছড়িয়ে পড়ে।
সূত্রপাত
ফেসবুকের নিজস্ব মনিটরিং টুল ব্যবহার করে দেখা যায়, গত ১১ নভেম্বর বিকাল ৩ টা ৫৪ মিনিটে ‘Deuliya Rashtro- দেউলিয়া রাষ্ট্র’ নামক একটি ফেসবুক পেজে “সাকিব ভাই যা করসে নিয়মের ভিতরে থেকেই করসে, উনি তো তাও দুই মিনিট সময় দিসে, আমি হইলে তো ওই কাইল্লা-রে শ্বাস নেওয়ারও সময় দিতাম না- সাব্বির রহমান” শিরোনামে সম্ভাব্য প্রথম পোস্টটি (আর্কাইভ) করা হয়। ‘Deuliya Rashtro- দেউলিয়া রাষ্ট্র’ নামের ফেসবুক পেজের পোস্টটিতে এই প্রতিবেদন লেখার সময় অব্দি প্রায় ৭৮ হাজার মানুষ রিয়্যাক্ট করেছে, শেয়ার হয়েছে ৮৯৬ বার।
পরবর্তীতে পেজটি নিয়ে অনুসন্ধানে তাদের অ্যাবাউট সেকশন পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটি ‘Satire/Parody বা হাস্য রসাত্মক আধেয় বা কন্টেন্ট তৈরির উদ্দেশ্যে খোলা।

উপরিউক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা প্রতীয়মান হয় যে, আলোচিত পোস্টটি প্রথমে সার্কাজম বা হাস্যরসের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
পরবর্তীতে বাস্তব দাবিতে প্রচার
মজার উদ্দেশ্যে দেওয়া সাব্বির রহমানের মন্তব্য দাবিতে প্রচারিত উক্তিটি পরবর্তীতে ফেসবুকের বিভিন্ন পেজ এবং গ্রুপে বাস্তব দাবিতে ছড়িয়ে পড়ে।
এমন দুটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

এছাড়াও, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো সূত্রে এঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট নিয়ে সাব্বির রহমানের এমন কোনো মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।
মূলত, ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে গত ৬ নভেম্বর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে এঞ্জেলো ম্যাথিউস আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে টাইমড আউটের শিকার হলে ক্রিকেট মহলে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনার প্রেক্ষিতে, ‘Deuliya Rashtro – দেউলিয়া রাষ্ট্র’ নামের একটি ফেসবুক পেজ থেকে “সাকিব ভাই যা করসে নিয়মের ভিতরে থেকেই করসে, উনি তো তাও দুই মিনিট সময় দিসে, আমি হইলে তো ওই কাইল্লা-রে শ্বাস নেওয়ারও সময় দিতাম না” শীর্ষক বাংলাদেশের ক্রিকেটার সাব্বির রহমানের নামে সার্কাজম হিসেবে প্রচার করা হয়। পরবর্তীতে উক্ত মন্তব্যটি বাস্তব দাবিতে ফেসবুকের বিভিন্ন পেজ এবং গ্রুপে প্রচার করা হয়। প্রকৃতপক্ষে সাব্বির রহমান ম্যাথিউস প্রসঙ্গে আলোচিত মন্তব্যটি করেননি।
সুতরাং, ক্রিকেটার সাব্বির রহমান “সাকিব ভাই যা করসে নিয়মের ভিতরে থেকেই করসে, উনি তো তাও দুই মিনিট সময় দিসে, আমি হইলে তো ওই কাইল্লা-রে শ্বাস নেওয়ারও সময় দিতাম না” শীর্ষক দাবিতে একটি মন্তব্যকে সাব্বির রহমানের মন্তব্য দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Facebook Page: Sabbir Rahman
- Instagram Account: sabbirofficial
- দ্য ডেইলি ষ্টার বাংলা: যে নিয়মে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে ‘টাইমড আউট’ ম্যাথিউস