কক্সবাজারে বর্তমানে শেখ হাসিনার নামে বিমান ঘাঁটি নেই, নাম বদলেছে ২০২১ সালে

সম্প্রতি কক্সবাজারে বিমান বাহিনী ও স্থানীয়দের সংঘর্ষের পর সামাজিক মাধ্যমে একটি জিজ্ঞাস্যসূচক পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে, বাংলাদেশে এখনো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিমান বাহিনীর একটি ঘাঁটি রয়েছে। পোস্টটিতে লেখা হয়েছে, “হাসিনার নামে এখনো বিমান বাহিনীর ঘাঁটি আছে? বদলানো হয়নি? নাকি প্রফেসর ইউনুসের সরকার সময় পাচ্ছে না?”

পোস্টের সঙ্গে বিবিসি বাংলার একটি ফটোকার্ডও সংযুক্ত করা হচ্ছে, যেখানে সংঘর্ষের খবরের পাশাপাশি ‘বা বি বা ঘাঁটি শেখ হাসিনা’ লেখা একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে।

এ বিষয়ে অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মন্তব্য বিশ্লেষণ করে দেখা গেছে, অধিকাংশ ফেসবুক ব্যবহারকারী এই দাবিকে সত্য ধরে নিয়ে অন্তবর্তীকালীন সরকারকে সমালোচনা করছেন।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কক্সবাজারে এখনও শেখ হাসিনার নামে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি থাকার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০২১ সালের ২ ডিসেম্বর ঘাঁটিটির নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার’ রাখা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল হওয়া ‘বা বি বা ঘাঁটি শেখ হাসিনা’ লেখা সাইনবোর্ড সংবলিত ফটোকার্ডটি বিবিসি বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয়েছিল। তবে পোস্টের প্রায় চার ঘণ্টা পর বিবিসি বাংলার পক্ষ থেকে ছবিটি সরিয়ে নতুন একটি ছবি সংযোজন করা হয়। তবে, বিবিসি বাংলার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এখনো একই ছবি ব্যবহার করা হচ্ছে।

মূলত, সাম্প্রতিক সময়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে সাইনবোর্ডের পুরোনো ছবি ব্যবহারের ফলে অনেকেই ধরে নিয়েছেন যে বিমান ঘাঁটির নাম এখনো ‘শেখ হাসিনা’ রয়েছে।

পরবর্তীতে, ফটোকার্ডে ব্যবহৃত ছবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ চালালে দেখা যায়, ছবিটি ২০২০ সালের আগস্ট মাসে গুগল ম্যাপে ‘Mazharul Imam’ নামের এক ব্যবহারকারী আপলোড করেছিলেন। অর্থাৎ, এটি নতুন কোনো ছবি নয়।

এই প্রসঙ্গে, ২৪ ফেব্রুয়ারি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, “কিছু অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৎ উদ্দেশ্যে ‘বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার’-এর নাম ‘বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা’ হিসেবে উল্লেখ করা হচ্ছে, যা সত্য নয়। উক্ত ঘাঁটির নাম ২০২১ সালের ২ ডিসেম্বর সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে পরিবর্তন করে ‘বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার’ রাখা হয়, যা বর্তমানে বহাল রয়েছে।”

এই সূত্র ধরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ২০২১ সালের ২ ডিসেম্বর প্রকাশিত এই সংক্রান্ত প্রজ্ঞাপনটি পাওয়া যায়।

অর্থাৎ, শেখ হাসিনার শাসনামলেই বিমান বাহিনীর এই ঘাঁটির নাম পরিবর্তন করা হয়েছিল।

এছাড়া, সাম্প্রতিক সময়ে উক্ত বিমান ঘাঁটির কিছু ছবিও রিউমর স্ক্যানারের হাতে এসেছে, যেখানে স্পষ্টভাবে ‘বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার’ নামটি দেখা যায়। অর্থাৎ, ঘাঁটিটির পূর্ববর্তী নাম বর্তমানে আর ব্যবহৃত হচ্ছে না।

সুতরাং, কক্সবাজারে এখনও শেখ হাসিনার নামে বিমান বাহিনীর ঘাঁটির রয়েছে দাবিতে প্রচারিত বিষয়টি বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img