সম্প্রতি “আমার ঘরে আমার চিকিৎসা, করোনা আক্রান্ত রোগির জন্য প্রয়োজনীয় ঔষধ” শীর্ষক শিরোনামে একটি হাতে লেখা ব্যবস্থাপত্র ডাঃ ফয়েজুর রহমানের বরাতে বিগত বছর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ব্যবস্থাপত্রটি করোনার চিকিৎসার জন্য নয় বরং করোনা উপসর্গ দেখা দেয়া একজন রোগীর জন্য দেয়া হয়েছিল যা কেবলমাত্র তার জন্যই প্রযোজ্য ছিলো।
বিষয়টি নিশ্চিতে ডাঃ মোঃ ফয়েজুর রহমান ইমেইল এবং অডিও বার্তার মাধ্যমে রিউমর স্ক্যানার টিমের একজন প্রতিনিধিকে জানান,
“আমি ড. মােঃ ফয়জুর রহমান। মেডিকেল অফিসার, কুযেত-বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতাল,উত্তরা-ঢাকা। আমি একজন পেশেন্টের সিম্পটম অনুযায়ী প্রেসক্রিপশন দিয়েছিলাম। পেশেন্ট ঐ প্রেসক্রিপশনটার ওষুধগুলাে বাংলাতে অন্য একটি কাগজে লিখে করােনার ঔষধ বলে সামাজিক যােগাযােগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। সাথে আমাকে আইইডিসিআর এর একজন ডাক্তার উল্লেখ করে নাম ও নম্বর দিয়ে রেখেছে। করােলার স্পেসিফিকলি কোনাে চিকিৎসা নেই| উপসর্গের ক্ষেত্রে আমরা সেই উপসর্গ নিরামযে কিছু ওষুধ সাজেষ্ট করি তবে সেটা যাকে সাজেষ্ট করা হয অর্থাৎ যাকে প্রেসক্রিপশন দ্যো হ্য শুধুমাত্র ভার ক্ষেত্রেই প্রযােজ্য। বাকি কারও ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ ব্যক্তির অবস্থাভেদে ও সিম্পটমভেদে চিকিৎসা ও ওষুধ ভিন্ন হতে পারে। সামাজিক যােগাযােগ মাধ্যমে আমার নাম দিযে হাতে লেখা যে ওষুধগুলাে করােনার চিকিৎসা হিসেবে ছড়িয়ে পড়েছে সেটার মুল প্রেসক্রিপশনটি যাকে উদ্দেশ্য করে দেয়া হয়েছিল ওষুধগুলােও কেবলমাত্র ভার ক্ষেত্রেই প্রযোজ্য। বরং অন্য কেউ চিকিৎসকের পরামর্শ ব্যতীত এই হাতে লেখা (ভুল বানানে) ওষুধ গ্রহণ করলে পার্শ্বপ্রতিক্রিয়ার মুখােমুখি হতে পারেন। হিতে-বিপরীত হওয়ারও আশংকা থেকেই যায়।”
অডিও বার্তাটি শুনুন এখানেঃ
এছাড়া তাকে আইইডিসিআর এর ডাক্তার উল্লেখ করা হলেও তিনি কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতালের মেডিকেল অফিসার।
সুতরাং ‘করোনা আক্রান্ত রোগির জন্য প্রয়োজনীয় ঔষধ’ শিরোনামে প্রচারিত ব্যবস্থাপত্রটি করোনা আক্রান্ত রোগীর জন্য নয় এবং বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: করোনা আক্রান্ত রোগির জন্য প্রয়োজনীয় ঔষধ
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
Fact Check by Tausif N Akbar