মুস্তাফিজকে পেলে চেন্নাইকে ট্রফি এনে দেবেন শীর্ষক কোনো মন্তব্য করেননি ধোনি

সম্প্রতি, ভারতের সাবেক ক্রিকেটার এবং আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের খেলোয়াড় মাহেন্দ্র সিং ধোনি আইপিএল ২০২৪ এর নিলামের পূর্বে “আপনি আমাকে চারজন স্টার্ক এনে দেন, আমি আপনাকে ফাইনালে নিয়ে যাব কিন্তু আপনি আমাকে একজন মুস্তাফিজ এনে দেন, আমি আপনাকে ট্রফি এনে দিব” শীর্ষক একটি মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

ট্রফি

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাহেন্দ্র সিং ধোনি আইপিএল ২০২৪ এর নিলামের পূর্বে মুস্তাফিজকে নিয়ে মিচেল স্টার্কের সাথে তুলনা করে এমন কোনো মন্তব্য করেননি বরং কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ভিত্তিহীনভাবে উক্ত মন্তব্যটি মাহেন্দ্র সিং ধোনির নামে প্রচার করা হয়েছে। 

গুজবের সূত্রপাত

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘Deuliya Rashtro – দেউলিয়া রাষ্ট্র’ নামের একটি ফেসবুক পেজে গত ১৯ ডিসেম্বর “আপনি আমাকে চারজন স্টার্ক এনে দেন, আমি আপনাকে ফাইনালে নিয়ে যাব কিন্তু আপনি আমাকে একজন মুস্তাফিজ এনে দেন, আমি আপনাকে ট্রফি এনে দিব” শীর্ষক তথ্যে ফটোকার্ড (আর্কাইভ) সম্বলিত সম্ভাব্য প্রথম ফেসবুক পোস্টটি খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook

এই পেজের বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, পেজটি একটি রসাত্মক বা ব্যঙ্গধর্মী ফেসবুক পেজ।

Screenshot: Facebook

পরবর্তীতে মুস্তাফিজ নিয়ে মাহেন্দ্র সিং ধোনির মন্তব্য দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ফেসবুকে বাস্তব দাবিতে ছড়িয়ে পড়ে।

Screenshot: Facebook

অনুসন্ধানে কোনো নির্ভরযোগ্য সূত্রে মুস্তাফিজুর রহমানকে নিয়ে মাহেন্দ্র সিং ধোনির এমন কোনো মন্তব্যের সত্যতা পাওয়া যায়নি।

মূলত, মাহেন্দ্র সিং ধোনি আইপিএল ২০২৪ এর নিলামের পূর্বে মুস্তাফিজকে নিয়ে মিচেল স্টার্কের সাথে তুলনা করে “আপনি আমাকে চারজন স্টার্ক এনে দেন, আমি আপনাকে ফাইনালে নিয়ে যাব কিন্তু আপনি আমাকে একজন মুস্তাফিজ এনে দেন, আমি আপনাকে ট্রফি এনে দিব” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি তথ্য ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ধোনি মুস্তাফিজকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে একটি রসাত্মক বা ব্যঙ্গধর্মী ফেসবুক পেজ থেকে প্রকাশিত একটি পোস্ট পরবর্তীতে সত্য দাবিতে ফেসবুকে প্রচারিত হয়।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর চেন্নাই সুপার কিংস বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ২ কোটি ভারতীয় রূপি দিয়ে কিনে নেয়। মুস্তাফিজকে কেনার পরপরই চেন্নাই সুপার কিংস তাদের ফেসবুক পেজে একাধিক পোস্ট (, , ) দিয়ে নিশ্চিত করে। 

সুতরাং, “আপনি আমাকে চারজন স্টার্ক এনে দেন, আমি আপনাকে ফাইনালে নিয়ে যাব কিন্তু আপনি আমাকে একজন মুস্তাফিজ এনে দেন, আমি আপনাকে ট্রফি এনে দিব” শীর্ষক একটি মন্তব্যকে মাহেন্দ্র সিং ধোনির মন্তব্য দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Deuliya Rashtro – দেউলিয়া রাষ্ট্র – Facebook Post
  • Rumor Scanner’s own analysis
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img