কোকা-কোলার ১৩১ বছর বর্ষপূর্তি উপলক্ষ্যে মিনি ফ্রিজ দেওয়ার ক্যাম্পেইনটি ভুয়া

সম্প্রতি “To celebrate 131 years of @Coca-Cola, we are shipping a mini fridge. A special gift to everyone who shares and types “Done” before July 18th.” শীর্ষক শিরোনামে ‘Coca-Cola FANS’ নামের একটি ফেসবুক পেজে একটি ক্যাম্পেইন প্রচার করা হয়েছে।

উক্ত ফেসবুক পোস্টটি দেখুন এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, কোকা-কোলার ১৩১ বছর বর্ষপূর্তি উদযাপনে ‘Coca-Cola FANS’ নামের ফেসবুক পেজ থেকে প্রচারিত ক্যাম্পেইনটি ভুয়া।

আলোচিত ক্যাম্পেইনটি প্রচারকারী ‘Coca-Cola FANS’ নামের পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, পেজটি গত ১১ জুলাই তৈরি করা হয়েছে এবং গত ১৪ জুলাই পেজটিতে উক্ত ক্যাম্পেইনের বিষয়ে একটি পোস্ট করা হয়েছে, যা পেজটি থেকে প্রচার করা প্রথম এবং একমাত্র পোস্ট।  

উক্ত ক্যাম্পেইন পোস্টে কিছু মিনি ফ্রিজের ছবি সংযুক্ত করে বলা হয়েছে, “To celebrate 131 years of @Coca-Cola, we are shipping a mini fridge. A special gift to everyone who shares and types “Done” before July 18th.” অর্থাৎ, কোকা-কোলার ১৩১ বছর বর্ষপূর্তি উদযাপনে তারা (পেজ কর্তৃপক্ষ) একটি মিনি ফ্রিজ পাঠাচ্ছে। ১৮ জুলাইয়ের আগে যারা উক্ত পোস্টটি শেয়ার করে কমেন্টে “Done” লিখবে তাদের তাদের প্রত্যেককে একটি বিশেষ উপহার দেওয়া হবে।

তবে, উক্ত ক্যাম্পেইনে কোকা-কোলার ১৩১ বছর বর্ষপূর্তি উদযাপনে উক্ত ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে দাবি করা হলেও কোকা-কোলার ওয়েবসাইট থেকে জানা যায় ১৮৮৬ সালের ০৮ মে তারিখে সর্বপ্রথম কোকা-কোলা তৈরি করা হয়েছিলো। সে অনুযায়ী বর্তমানে কোকা-কোলার ১৩৬ বছর সম্পূর্ণ হয়েছে।

এছাড়া, উক্ত পোস্টের নির্দেশনা অনুযায়ী ফেসবুক ব্যবহারকারীরা “Done” কমেন্ট করার পর উক্ত ফেসবুক পেজটি থেকে ব্যবহারকারীদের কমেন্টের প্রত্যুত্তরে বলা হয়েছে, “The main condition to receive this prize is that you have to share this publication in your 8 Facebook groups, once this is done we will confirm your participation in a few hours. Thank you”অর্থাৎ, এবার পেজটি থেকে নতুন নির্দেশনা রুপে বলা হচ্ছে উক্ত পুরষ্কার পাওয়ার প্রধান শর্ত হলো উক্ত ফেসবুক পোস্টটি ৮টি ফেসবুক গ্রুপে শেয়ার করা। শেয়ার করা হয়ে গেলে কয়েক ঘণ্টার মধ্যে অংশগ্রহণ নিশ্চিত করাবে তারা।

তাছাড়া, আরও কিছু ফেসবুক ব্যবহারকারীর কমেন্টের প্রত্যুত্তরে উক্ত ফেসবুক পেজটি থেকে বলা হয়েছে, ‘Your entry is almost complete. The verification process still has to be completed first. To do this, click the blue Contact us button at the top of our page and share this post with 10 groups. Thank you and good luck”

অর্থাৎ, এবার আরও একটি নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এবার বলা হয়েছে, উক্ত ফেসবুক পেজটি তে থাকা “Contact us” বাটনে ক্লিক করতে এবং উক্ত পোস্টটি ১০টি ফেসবুক গ্রুপে শেয়ার করতে।

উক্ত নির্দেশনা অনুযায়ী পেজটির  “Contact us” বাটনে ক্লিক করার পর একটি ব্লগ ওয়েবসাইট (আর্কাইভ) সামনে আসে এবং সেখানে দেখানে হয় “CONGRATULATION !! You have been selected as the winner to get a Coca Cola Mini Refrigerator” এবং নিচে একটি নির্দেশনা দেখা যায়। যেখানে লেখা রয়েছে “Click the button below and register your details! You will receive your reward 30 minutes after successful registrationyer” অর্থাৎ, সেখানে থাকা একটি বাটনে ক্লিক করে নিজের বিবরণী দিয়ে নিবন্ধন করতে হবে। রেজিস্ট্রেশনের ৩০ মিনিট পর পুরস্কার প্রদান করা হবে।

উল্লিখিত নির্দেশনা অনুযায়ী উক্ত ওয়েবসাইটে থাকা বাটনে ক্লিক করার পর নতুন আরেকটি ওয়েবসাইট (আর্কাইভ) প্রদর্শিত হয় এবং সেখানে নিজের ফোন নাম্বার দিয়ে সাবস্ক্রাইব করতে বলা হয়।

তবে, সাবক্রিপশন বাটনের নিচে লেখা রয়েছে, “Workit is a subscription service that offers you unlimited access to mainstream content such as health apps, tips, healthy recipes and more accessed through your mobile device. The cost of the subscription is BDT 4.5+ 15%VAT/day. Standard data charges will apply. You need to be 18 years or have the bill payer’s permission to use this service. To cancel your subscription click Here. For any questions, please contact our support e-mail: [email protected]. US Cellcom.”

কোক

অর্থাৎ, এটি কোনো পুরষ্কার প্রদান নয় বরং ‘Workit’ নামের একটি সার্ভিসের সাবক্রিপশন। এখানে সাবক্রিপশন করলে স্বাস্থ্য অ্যাপস, টিপস, স্বাস্থ্যকর রেসিপি এবং আরও অনেক কিছু মোবাইল ডিভাইসের মাধ্যমে অ্যাক্সেস করা যাবে এবং বিনিময়ে প্রতি দিন ৪.৫ টাকা + ১৫ শতাংশ ভ্যাট প্রদান করতে হবে।

আরো পড়ুনঃ কোকা কোলা স্ক্যাম লিংকে প্রবেশে ৩৮ লক্ষ আইডি হ্যাকের তথ্যটি ভুয়া

উল্লেখ্য, পূর্বেও একাধিক ভুয়া ক্যাম্পেইন শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।

সুতরাং, কোক-কোলার ১৩১ বছর বর্ষপূর্তি উদযাপনে ‘Coca-Cola FANS’ নামের ফেসবুক পেজে প্রচারিত ক্যাম্পেইনটি সম্পূর্ণ ভুয়া।  

তথ্যসূত্র

The Coca-cola Company – The Birth of a Refreshing Idea

আরও পড়ুন

spot_img