সম্প্রতি “কোকা কোলা স্ক্যাম লিংকে প্রবেশের ফলে হ্যাক হয়ে যাচ্ছে সবার আইডি, অলরেডি কোকা কোলা স্ক্যাম থেকে বাংলাদেশের ৩৮ লক্ষ মানুষের তথ্য ফাঁস” শীর্ষক শিরোনাম সম্বলিত একাধিক ভিডিও এবং তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে অনেকেই নিজেদের আইডির নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
ফেসবুকে ভাইরাল হওয়া কিছু পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় উক্ত স্ক্যাম লিংকে প্রবেশের ফলে ব্যবহারকারীদের আইডি হ্যাক হওয়ার তথ্যটি সত্য নয় এবং ৩৮ লক্ষ বাংলাদেশী ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁসের বিষয়টি পুরোনো যা কোকাকোলা স্ক্যাম লিংকের সাথে সম্পর্কিত নয়।
মূলত ২০২১ সালের এপ্রিল মাসে ৩৮ লক্ষ বাংলাদেশী সহ মোট ৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস নিয়ে একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়, বিজনেস ইনসাইডার ও দ্যা রেকর্ড এর প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে।
বিষয়টিকে ২০১৯ সালের ঘটনা দাবী করে ফেসবুক কর্তৃপক্ষ ৬ এপ্রিল তাদের নিউজরুমে বিবৃতি দিয়েছিলো।
তথ্য ফাঁসের পুরোনো ঘটনার সংবাদ, ভিডিওকে বর্তমানে কোকাকোলার স্ক্যাম লিংকে প্রবেশের কারণে আইডি হ্যাক হয়ে যাচ্ছে দাবীতে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, কোকাকোলা স্ক্যাম লিংকে প্রবেশ করে যদি কেউ ফেসবুকের ইমেইল – পাসওয়ার্ড প্রবেশ না করিয়ে থাকেন তবে এক্ষেত্রে আইডি হ্যাক বা হাতছাড়া হওয়ার সম্ভাবনা নেই বরং শুধুমাত্র আপনার প্রদত্ত তথ্যটুকোই পেয়েছে তারা।
প্রসঙ্গত, কোকাকোলা কোম্পানি কর্তৃক আইফোন উপহার দেওয়ার একটি ভুয়া তথ্য পূর্বে অনলাইনে ছড়িয়ে পড়লে রিউমর স্ক্যানার সেটি শনাক্ত করে প্রতিবেদন প্রকাশ করে।
অর্থাৎ, কোকাকোলা স্ক্যাম লিংকে প্রবেশের ফলে হ্যাক হচ্ছে সবার আইডি দাবীটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: কোকা কোলা স্ক্যাম লিংকে প্রবেশের ফলে হ্যাক হয়ে যাচ্ছে ফেসবুক আইডি
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]