সম্প্রতি ‘বাংলাদেশের মাদ্রাসাগুলোতে এভাবেই জান্নাতের টিকিট দেয়া হয়।’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওতে একটি শিশুকে উল্টা করে দড়ি দিয়ে সিলিংয়ের সাথে বেঁধে ঝুলিয়ে রাখতে দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কোনো মাদ্রাসায় শিশু নির্যাতনের নয় বরং, পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটি মাদ্রাসায় শিশু নির্যাতনের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে পাকিস্তানের গণমাধ্যম Geo News এর ওয়েবসাইটে ২০১৯ সালের ৩০ জুন ‘Rawalpindi ‘qari’ arrested after video of assaulting student goes viral’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবিগুলোর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যাবলীর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন সূত্রে জানা যায়, রাওয়ালপিন্ডির একটি মাদ্রাসায় শিশু নির্যাতনের ঘটনার খবর পেয়ে, যেখানে একজন ছাত্রকে উল্টো করে ঝুলিয়ে মারধর করা হয়েছে বলে জানা গেছে, রাওয়ালপিন্ডি পুলিশ এই নৃশংস কাজের সাথে জড়িত শিক্ষককে গ্রেপ্তার করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হয়, ঘটনাটি ২০১৮ সালের শীতকালে ঘটেছিল, যার পরে মাদ্রাসা ব্যবস্থাপনা এবং ক্ষতিগ্রস্ত পক্ষের মধ্যে একটি মীমাংসা হয়। ছাত্রকে মারধরের কয়েক মাস পুরোনো একটি ভিডিও ভাইরাল হওয়ার পর রাওয়ালপিন্ডি পুলিশ সেসময় অভিযুক্ত ‘ক্বারী’ নূর মুহাম্মদকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে, একই বিষয়ে পাকিস্তানি গণমাধ্যম The Express Tribune এর ওয়েবসাইটে ২০১৯ সালের ২৮ জুন ‘Madrassa teacher arrested for hanging minor boy upside down’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওর ঘটনাটি বাংলাদেশের কোনো মাদ্রাসায় ঘটেনি।
সুতরাং, বাংলাদেশের মাদ্রাসায় শিশু নির্যাতন দাবিতে পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটি মাদ্রাসায় শিশু নির্যাতনের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Geo News – Rawalpindi ‘qari’ arrested after video of assaulting student goes viral
- The Express Tribune – Madrassa teacher arrested for hanging minor boy upside down