সম্প্রতি ‘বর্তমানে দেশে তান্ডব আর গজব চলছে।’ ক্যাপশনে কিছু যুবকের লাঠি, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র হাতে হামলা ও ধাওয়া করা এবং এরমধ্যে একজনের আগ্নেয়াস্ত্র চালানোর একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের সাম্প্রতিক কোনো ঘটনার নয় বরং, ২০২৪ সালের আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে কুমিল্লায় আন্দোলনকারীদের ওপর ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মীদের হামলার ঘটনার ভিডিও উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে৷
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘Arif Miahzi’ নামক ফেসবুক প্রোফাইলে ২০২৪ সালের ০৪ আগস্ট প্রকাশিত পোস্টে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, ভিডিওচিত্রটি ২০২৪ সালের ০৪ আগস্ট সকাল ১১ টায় কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলায় নিউ মার্কেট এলাকার৷
উক্ত তথ্যাদির সূত্রে সংবাদমাধ্যম কুমিল্লার কাগজ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ০৪ আগস্ট ‘কুমিল্লার দেবীদ্বারে রুবেল নামে একজন নিহত।’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে একই বিষয়ে জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টারের ওয়েবসাইটে ২০২৪ সালের ০৪ আগস্ট ‘কুমিল্লায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ, নিহত ২’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, ওইদিন দুপুরে কুমিল্লার দেবীদ্বারে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মৃত ব্যক্তিদের একজনের নাম মো. রুবেল (৩৩), অপরজনের পরিচয় জানা যায়নি।
সুতরাং, ২০২৪ সালের ০৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লায় আন্দোলনকারীদের ওপর তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলার ভিডিওকে দেশের সাম্প্রতিক অবস্থা দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা৷
তথ্যসূত্র
- Arif Miahzi – Facebook Post
- কুমিল্লার কাগজ – কুমিল্লার দেবীদ্বারে রুবেল নামে একজন নিহত।
- The Daily Star – কুমিল্লায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ, নিহত ২