গণভবন লুটে জড়িত এবং বাড়িতে ডাকাতি হওয়া দুজন ভিন্ন ব্যক্তি 

গত বছরের ০৫ আগস্ট সরকার পতনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে জনতার ঢল নামার পর একজন ব্যক্তি মাথায় করে একটি শাড়িভর্তি লাগেজ নিয়ে যাওয়ায় ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়, তখন রেজাউল হাসান প্রনয় নামক এক ব্যক্তি ওই ভিডিও তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন। সম্প্রতি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি তার বাড়িতে ডাকাতি হওয়ার তথ্য প্রকাশ করেন। এরই প্রেক্ষিতে রেজাউল হাসান প্রনয় গণভবন থেকে শাড়িভর্তি লাগেজ লুট করেছেন এমন দাবিতে ‘গণভবন থেকে লাগেজ চুরি করে অট্টহাসি দেয়া মুমিন ভাইটির বাসায় গতকাল ডাকাতি হবার পর তিনি লিখেছেন, “অবশ্যই হে রব, তুমিই সর্বোত্তম পরিকল্পনাকারী এবং তোমার পরিকল্পনার মধ্যে অবশ্যই ভালো কিছু রয়েছে।”’ শীর্ষক ক্যাপশনে দুটি স্ক্রিনশট ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

উক্ত দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গণভবনে লাগেজ মাথায় যে ব্যক্তির ছবি প্রচার করা হচ্ছে তার বাড়িতে ডাকাতি হয়নি বরং, ভিন্ন দুইজন ব্যক্তিকে একই ব্যক্তি দাবি করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে৷ 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, পোস্টের প্রথম ছবিটি বাসায় ডাকাতি পরবর্তী সময়ের অবস্থার৷ দ্বিতীয় ছবিটি লাগেজ মাথায় নেওয়া একজন ব্যক্তির; এই ছবিটি যাচাই করে দেখা যায়, ০৫ আগস্ট গণভবন থেকে শেখ হাসিনার শাড়িভর্তি লাগেজ নিয়ে যাওয়ার এই ভিডিওটি অনেকেই ব্যক্তিগতভাবে এবং গণমাধ্যমও প্রচার করে। 

Collage: Rumor Scanner 

এছাড়া, আলোচিত পোস্টগুলোর মন্তব্যের ঘরে দেখা যায়, অনেকেই Rezaul Hasan Pronoy নামক ফেসবুক প্রোফাইল ব্যবহারকারী ব্যক্তি এবং এই প্রোফাইল থেকে গত ০৫ আগস্ট প্রকাশিত গণভবন থেকে লাগেজ নিয়ে যাওয়ার ভিডিওতে থাকা ব্যক্তি দুইজন ভিন্ন ব্যক্তি বলে মন্তব্য করেছেন৷ তাছাড়া, রেজাউল হাসান প্রনয় ০৫ আগস্ট সময়কালে দেশে ছিলেন না বলেও অনেকে মন্তব্য করেন৷ 

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে Rezaul Hasan Pronoy নামক ফেসবুক প্রোফাইলটি পর্যবেক্ষণ করে দেখা যায়, বাংলাদেশের সিলেটের এই ব্যক্তি ফ্রান্সে বসবাস করেন। গত বছরের আগস্টে গণভবনে লুটপাট চলাকালীন সময়ে তিনি দেশের বাইরে ছিলেন এবং তার প্রোফাইলের কিছু পোস্ট থেকে তিনি সম্প্রতি দেশে এসেছেন বলে জানা যায়। 

পরবর্তীতে, রেজাউল হাসান প্রনয়ের প্রোফাইলে থাকা তার একটি ভিডিও এবং গণভবন থেকে শাড়ির লাগেজ নিয়ে যাওয়ার ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এই দুটি ভিডিওতে দুজন ভিন্ন ব্যক্তি রয়েছেন৷ 

Comparison: Rumor Scanner 

অর্থাৎ, ০৫ আগস্ট গণভবন থেকে শাড়িভর্তি লাগেজ নিয়ে যাওয়ার ভিডিওতে থাকা ব্যক্তি ও রেজাউল হাসান প্রনয় নামক ফেসবুক প্রোফাইল ব্যবহারকারী দুজন ভিন্ন ব্যক্তি।  

সুতরাং, রেজাউল হাসান প্রনয় নামে এক ব্যক্তি গণভবন লুটের ঘটনার জড়িত দাবিতে ভিন্ন ব্যক্তির ছবি ব্যবহার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img