সম্প্রতি ‘ফিলিস্তিন এর জন্য ২০০ টন খাবার নিয়ে রওনা দিছে বাংলাদেশ সেনাবাহিনী’ শীর্ষক শিরোনামে কয়েকটি ছবি যুক্ত করে বানানো একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ফিলিস্তিনে খাবার নিয়ে যাওয়ার নয় বরং, মায়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ত্রাণ প্রেরণের একাধিক ছবি ব্যবহার করে আলোচিত দাবির প্রচারিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজে গত ৩০ মার্চ প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা একাধিক ছবির সাথে আলোচিত ভিডিওটিতে ব্যবহৃত ছবিগুলোর মিল রয়েছে।


উক্ত পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, মায়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রধান উপদেষ্টার নির্দেশে গত ৩০ মার্চ বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ত্রাণ সামগ্রী প্রেরণ করা হয়। উক্ত পোস্টে যুক্ত করা ছবিগুলো উল্লেখিত কার্যক্রমের সময়ে ধারণকৃত।
একই বিষয়ে গণমাধ্যমে কালবেলার ইউটিউব চ্যানেলে গত ৩০ মার্চ প্রকাশিত ‘মিয়ানমারে সাহায্যের হাত বাড়াল বাংলাদেশ সেনাবাহিনী’ শিরোনামের ভিডিওতেও একই তথ্য ও ছবি খুঁজে পাওয়া যায়।
সুতরাং, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ফিলিস্তিনে খাবার নিয়ে যাওয়ার দৃশ্য দাবিতে মায়ানমারে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ত্রাণ প্রেরণের চিত্র প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Bangladesh Army – Facebook Post
- Kalbela News – মিয়ানমারে সাহায্যের হাত বাড়াল বাংলাদেশ সেনাবাহিনী