সম্প্রতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ দেশ ছেড়ে পালিয়ে গেছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ দেশ ছেড়ে পলায়ন করেননি বরং, প্রতিনিয়তই গণমাধ্যমসহ বিভিন্ন জায়গায় তাদের সরব উপস্থিতি রয়েছে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে আওয়ামী সরকারের পতন এবং তার পরবর্তী বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পটপরিবর্তনের পরিস্থিতিতে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ দুইজনই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। স্বাভাবিকভাবে তাই দেশে এমন কিছু হয়ে থাকলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার করার কথা কিন্তু গণমাধ্যমে এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
পর্যবেক্ষণ করে দেখা যায়, এই দুই সমন্বয়কের পলায়নের দাবিটি গত ১৪ সেপ্টেম্বর থেকে প্রচার করা হচ্ছে। সারজিস আলম গত ১৪ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। এছাড়া, গত ১৫ সেপ্টেম্বর মানিকগঞ্জে মতবিনিময় সভার কথা থাকলেও সারজিস আলম আরেক ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, ‘মুষলধারে বৃষ্টির কারনে মানিকগঞ্জের বিকাল ৪টার মতবিনিময় সভাটি শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ৷’
এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ গত ১৪ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্যার্তদের সহায়তায় তোলা টিএসসির ত্রাণ কর্মসূচির আয় ও ব্যয়ের হিসাব সম্পর্কে একটি পোস্ট দেন। এবং পরবর্তীতে তিনি গণমাধ্যমে বিভিন্ন ইস্যুতে সরব বক্তব্য দিয়েছেন।
সুতরাং, সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার যে দাবি প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।