সম্প্রতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক হবে শীর্ষক মন্তব্য জামায়াতে ইসলামীর আমীর করেছেন দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াতে ইসলামীর আমীর তাদের দল ক্ষমতায় আসলে পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক হবে শীর্ষক কোনো মন্তব্য করেননি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা জানতে অনুসন্ধানে মূলধারার কোনো গণমাধ্যমে আলোচিত দাবিতে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে, জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করে আলোচিত এই দাবির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
এই বিষয়ে জানতে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক আশরাফুল আলম ইমনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি প্রোপাগান্ডা এবং এমন কোন মন্তব্য তিনি (ডা. শফিকুর রহমান) কোথাও করেননি বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেন।
সুতরাং, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক হবে শীর্ষক মন্তব্য দলটির আমীর করেছেন দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- স্টেটমেন্ট: আশরাফুল আলম ইমন, প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক, ঢাকা মহানগরী দক্ষিণ, বাংলাদেশ জামায়াতে ইসলামী
- Rumor Scanner’s Own Analysis