গত ২৪ ফেব্রুয়ারি কক্সবাজারের বিমান বাহিনীর ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ায় বাহিনীটির সদস্যদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৩ জন নিহত হয়েছে শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কক্সবাজারের বিমান বাহিনীর সদস্যদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ১৩ জন নিহতের দাবিটি সঠিক নয় বরং, উক্ত সংঘর্ষের ঘটনায় শিহাব কবির নাহিদ নামেক একজন নিহত হয়েছেন।
অনুসন্ধানে বিবিসি বাংলার ওয়েবসাইটে গত ২৪ ফেব্রুয়ারি “কক্সবাজারে বিমান বাহিনীর সদস্য ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের সূত্রপাত কীভাবে?”- শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২৪ ফেব্রুয়ারি কক্সবাজারের বিমান বাহিনীর ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ায় বাহিনীটির সদস্যদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজনের মৃত্যু ও কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম শিহাব কবির নাহিদ।
একই তারিখে মানবজমিনের ওয়েবসাইটে “কক্সবাজারে বিমান ঘাঁটির কাছে সংঘর্ষ গুলিতে নিহত ১”- শীর্ষক শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদন থেকে জানা যায়, নিহত যুবক ওই এলাকার বাসিন্দা শিক্ষক নাসির উদ্দিনের ছেলে শিহাব কবির নাহিদ (৩০)।
একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে ডয়েচে ভেলে, বাংলাদেশ প্রতিদিন, দেশ রূপান্তরসহ জাতীয় গণমাধ্যমগুলো।
এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে একাধিক নিহতের কোনো তথ্য গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং, কক্সবাজারে বিমান বাহিনীর সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় একজন নিহতের তথ্যকে ১৩ জন নিহতের দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- BBC Bangla- কক্সবাজারে বিমান বাহিনীর সদস্য ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের সূত্রপাত কীভাবে?
- Manabzamin- কক্সবাজারে বিমান ঘাঁটির কাছে সংঘর্ষ গুলিতে নিহত ১
- DW- কক্সবাজারে ‘এলাকাবাসী’-বিমানবাহিনী সদস্যদের সংঘর্ষে নিহত ১
- Bangladesh Pratidin- কক্সবাজারে বিমান বাহিনীর সঙ্গে সংঘর্ষে যুবক নিহত
- Desh Rupantar- কক্সবাজারে বিমান বাহিনী সদস্যদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, নিহত ১