সামুদ্রিক শামুকের ছবিকে শঙ্খপুষ্প ফুল দাবিতে প্রচার

গেল কয়েক বছর ধরেই শঙ্খপুষ্প ফুল দাবিতে একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, এটি হিন্দুপুরানে বর্ণিত ফুল যা ৫০ বছরে একবার ফোটে। মহীশূ্রের রাজবাড়িতে দুর্লভ এই ফুলের গাছ আছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ) এবং 

উক্ত দাবিতে ২০২০ সালের পোস্ট দেখুন-  এখানে(আর্কাইভ)।
উক্ত দাবিতে ২০১৮ সালের পোস্ট দেখুন-  এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলোচ্য ছবিটি শঙ্খপুষ্প নামক কোনো ফুলের ছবি নয় বরং এটি Hirtomurex teramachii নামের একধরনের সামুদ্রিক শামুক জাতীয় প্রাণির ছবি। 

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, আলোচ্য ছবিটিকে Chong Chen নামের ফেসবুক প্রোফাইলে ২০১৭ সালের ১৬ এপ্রিলের একটি পোস্টে (আর্কাইভ) খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম। উক্ত ছবির ক্যাপশন থেকে জানা যায় যে, Hirtomurex teramachii নামের এই প্রজাতিটি উত্তর পূর্ব তাইওয়ান থেকে সংগ্রহ করা হয়েছে। 

Source: Chong Chen Facebook Account

পরবর্তীতে জানা যায়, ড. চং চেন একজন জাপানি জীববিজ্ঞানী। যিনি গভীর সমুদ্র ও মলাস্কা পর্বের প্রাণিদের নিয়ে গবেষণা করছেন। জীববৈচিত্র্য এবং তার বিবর্তন নিয়ে আগ্রহী চং চেন নিজেও একজন শঙ্খ সংগ্রাহক এবং ফটোগ্রাফার। ড. চং চেনের প্রোফাইলে তার সংগ্রহ করা বহু শঙ্খজাতীয় প্রাণির ছবি খুঁজে পাওয়া যায়।

Source: squamiferum.net

এছাড়াও, ইমেজ সার্চের মাধ্যমে আলোচ্য ছবিটি ২০১৬ সালে ক্রিসটফ এভোন সংকলিত Gastropoda Pacifica নামক একটি বৈজ্ঞানিক সংকলনে খুঁজে পাওয়া যায়। উক্ত সংকলনের ৪৬৬ নম্বর পাতার বিবরণী থেকে জানা যায়, সামুদ্রিক এই প্রজাতির শামুকের বৈজ্ঞানিক নাম Hirtomurex teramachii. বিংশ শতকের বিখ্যাত জাপানি পেইন্টার এবং শঙ্খ সংগ্রাহক Akibumi Teramachi এর নামানুসারে এই শামুক জাতীয় প্রাণির নামকরণ করা হয়। 

Source: Gastropoda Pacifica

Gastropoda Pacifica থেকে আরো জানা যায়, সংকলনটিতে মলাস্কা পর্বের বিভিন্ন প্রজাতির তথ্য সংকলিত রয়েছে। এছাড়াও, উক্ত সংকলনের বিভিন্ন প্রজাতির প্রাণীর (স্পেসিমেন) ছবিসূত্র হিসেবে বিজ্ঞানী চং চেন এর নাম উল্লেখ করা হয়েছে। 

পাশাপশি, শঙ্খপুষ্প নামে যে ফুলের ছবি দাবিতে উক্ত ছবিটি প্রচার করা হচ্ছে সে নামের ফুলের ব্যাপারে কোনো তথ্য খুঁজে পায়নি রিউমর স্ক্যানার টিম। 

তবে, ‘শঙ্খপুষ্পি‘ নামের একধরনের ফুলের সন্ধান পাওয়া যায়। কিন্তু, শঙ্খপুষ্পি ফুলের বর্ণনা হতে জানা যায়, এটি একটি পেরেনিয়াল হার্ব বা বহুবর্ষজীবী উদ্ভিদ। উদ্ভিদটিতে বেশকিছু ঔষধি গুণাগুণ বিদ্যমান। তবে, ৫০ বছরে একবার এ ফুল ফোটে- এ জাতীয় কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

মূলত, গেল কয়েক বছর ধরেই শঙ্খপুষ্প ফুল দাবিতে একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, এটি হিন্দুপুরানে বর্ণিত ফুল যা ৫০ বছরে একবার ফোটে। মহীশূ্রের রাজবাড়িতে দুর্লভ এই ফুলের গাছ আছে। কিন্তু রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, দাবিটি সঠিক নয়৷ প্রচারিত ছবিটি Hirtomurex teramachii নামের এক সামুদ্রিক শামুক জাতীয় প্রাণির। তাছাড়া, শঙ্খপুষ্প নামে কোনো ফুলের তথ্য পাওয়া না গেলেও ‘শঙ্খপুষ্পি’ নামের একধরনের ফুলের সন্ধান পাওয়া যায় যা একটি পেরেনিয়াল হার্ব বা বহুবর্ষজীবী উদ্ভিদ। কিন্তু উদ্ভিদটিতে ৫০ বছরে একবার ফুল ফোটে- এ জাতীয় কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, সামুদ্রিক একটি শামুকের ছবিকে হিন্দু পুরাণে বর্ণিত শঙ্খপুষ্প ফুলের ছবি দাবি করে বিগত কয়েক বছর ধরে প্রচার হয়ে আসছে; যা সম্পূর্ন মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img