কাশ্মীরে অবস্থিত বাংলাদেশ গ্রামের ছবি দাবিতে ভিন্ন গ্রামের ছবি প্রচার 

সম্প্রতি, কাশ্মীরে অবস্থিত বাংলাদেশ নামের একটি গ্রামের ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

২০২৩ সালে একই দাবিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি কাশ্মীরের বাংলাদেশ গ্রামের নয়। বরং, এটি কাশ্মীরের সোনমার্গের শিটকাদি নামের ভিন্ন একটি গ্রামের ছবি। 

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Nutshell Today নামের একটি ফেসবুক পেজে গত ১৫ সেপ্টেম্বর প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook 

পোস্টটি পর্যালোচনা করে দেখা যায়, পোস্টটিতে দাবি করা হয়েছে কাশ্মীরে অবস্থিত বাংলাদেশ গ্রামের ছবি দাবিতে ভুল ছবি প্রচার করা হচ্ছে। পোস্টটিতে The Apurba Show নামের একজন কনটেন্ট ক্রিয়েটরের বরাত দিয়ে জানানো হয়, সম্প্রতি তিনি কাশ্মীরের বাংলাদেশ গ্রামে ভ্রমণ করে এসেছেন। আলোচিত ছবিটি ওই গ্রামের নয়। 

পরবর্তীতে The Apurbo Show নামের পেজটি পর্যলোচনা করে গত ১৬ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিওর সন্ধান পাওয়া যায়। 

Screenshot: Facebook 

ভিডিওটি থেকে জানা যায়, অপূর্ব একজন কনটেন্ট ক্রিয়েটর। সম্প্রতি তিনি কাশ্মীর ভ্রমণ করে এসে সেখানে বাংলাদেশ নামে একটি গ্রামের সন্ধান পাওয়ার তথ্য তুলে ধরেন। যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজ এবং গনমাধ্যমে ভুল ছবি (আলোচিত ছবি) ব্যবহার করে প্রচার করা হয়। 

এছাড়াও তার পেজে Nutshell Today এর শেয়ার করা একটি পোস্টের সন্ধান পাওয়া যায়। ‍যেখানে The Apurbo Show এর বরাত দিয়ে জানানো হয় পোস্টটিতে ব্যবহৃত ছবিটি-ই মূলত কাশ্মীরে অবস্থিত বাংলাদেশ গ্রামের আসল ছবি।

Screenshot: Facebook 

পরবর্তীতে আলোচিত ছবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Highland Journeys, the adventure travel company নামের একটি পেজে ২০২২ সালের ২২ জুন প্রচারিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Facebook 

ছবিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির গ্রামের হুবহু মিল দেখতে পাওয়া যায়। এছাড়াও ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, এটি কাশ্মীরের সোনমার্গের Shitkarri নামের একটি স্থানের ছবি। 

Image Comparison by Rumor Scanner 

উক্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গুগল ম্যাপে কাশ্মীরের সোনমার্গে Shitkadi Camp নামের একটি স্থানের একাধিক ছবি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Google Map

যেখানে উক্ত গ্রামের ছবির সন্ধান মেলে। উভয় গ্রামের একাধিক ভবনের গঠনগত সাদৃশ্যের পাশাপাশি পারিপার্শ্বিকতার মিলও রয়েছে।

Image Comparison by Rumor Scanner 

এছাড়াও পরবর্তীতে Shitkadi Camp এবং সোনমার্গ নাম দুটির সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Medium নামেকর একটি ওয়েবসাইটে কাশ্মীর ভ্রমণের একটি ট্র্যাভেল ব্লগ খুঁজে পাওয়া যায়। উক্ত ব্লগেও আলোচিত গ্রামটির (Shitkadi) ছবির সন্ধান পাওয়া যায়। 

Screenshot: Medium

অর্থাৎ, আলোচিত ছবিটি কাশ্মীরের বাংলাদেশ নামক গ্রামের নয়। 

সুতরাং, কাশ্মীরে অবস্থিত বাংলাদেশ গ্রামের ছবি দাবিতে ইন্টারনেটে সোনমার্গের শিটকাদি গ্রামের ছবি প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img