শান্তি রহমান নাজিয়ার ভিডিও দাবিতে ফিলিপাইনি কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও প্রচার

সম্প্রতি, কনটেন্ট ক্রিয়েটর ও নৃত্যশিল্পী শান্তি রহমান নাজিয়া দাঁড়িয়ে মূত্র ত্যাগ করছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভাইরাল এই ভিডিওটিতে একজন নারীকে দেয়ালের সামনে হেলান দিয়ে মূত্র ত্যাগ করতে দেখা যায়। শান্তি রহমান নাজিয়াকে ফেসবুকে মেনশন দিয়ে আলোচিত এই ভিডিওটি প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, দাঁড়িয়ে মূত্র ত্যাগের এই ভিডিওটি কনটেন্ট ক্রিয়েটর শান্তি রহমান নাজিয়ার  নয়। প্রকৃতপক্ষে, আলোচিত ভিডিওটি Elijah Nick Ywayan নামের একজন ফিলিপাইনি কনটেন্ট ক্রিয়েটরের। 

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে EL IJ AH  (Elijah Nick Ywayan) নামের একটি অ্যাকাউন্ট  থেকে গত ২৯ সেপ্টেম্বর প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook

পোস্টটিতে ব্যবহৃত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর হুবহু মিল খুঁজে পাওয়া যায়। 

Video Comparison by Rumor Scanner

এছাড়াও Elijah Nick Ywayan নামের ওই নারী একইদিনে ধারণ করা তার একটি ছবিও যুক্ত করেন। উক্ত পোস্টের শিরোনাম গুগল ট্রান্সলেটরের সহায়তায় অনুবাদের মাধ্যমে দেখা যায়, ছবিটিকে তিনি মদ্যপানের পূর্বের অবস্থার ছবি এবং ভিডিওটিকে মদ্যপানের পরবর্তী অবস্থার চিত্র হিসেবে দাবি করেছেন। 

পরবর্তীতে উক্ত নারীর প্রোফাইল পর্যালোচনার মাধ্যমে জানা যায়, তিনি ফিলিপাইনের রোক্সাস শহরে একজন বাসিন্দা। পাশাপাশি তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর।

Screenshot: Facebook

সুতরাং,  ফিলিপাইনের এলিজা নিক ইয়াওয়ান নামের কনটেন্ট ক্রিয়েটরের ভিডিওকে বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর শান্তি রহমান নাজিয়ার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

  • EL IJ AH  (Elijah Nick Ywayan) Facebook Post
  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img