একাত্তর টিভি ও সময় টিভিকে জড়িয়ে জুয়ার বিজ্ঞাপন ফেসবুকে

সম্প্রতি ক্যাসিনোতে জয়ের একটি বিজ্ঞাপন গণমাধ্যমে এসেছে দাবি করে ফেসবুকে প্রচার করা হচ্ছে। সাকিব নামের একজন ঢাকা নিবাসী অনলাইন ক্যাসিনো ‘Crazy Time Banger’ অ্যাপে খেলে জ্যাকপটে ১০০ মিলিয়ন বাংলা টাকা জিতেছেন শীর্ষক শিরোনামের একটি ভিডিওতে একজন উপস্থাপিকার খবর পাঠের ভিডিও ক্লিপ ব্যবহার করা হয়েছে। ভিডিওটি ভালো করে লক্ষ্য করলে দেখা যায়, এতে সময় টিভির একটি লোগোও যুক্ত রয়েছে। 

জুয়ার বিজ্ঞাপন

এই ভিডিও ব্যবহার করে ফেসবুকের  কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ক্যাসিনোতে জয়ী হওয়ার কথিত এই বিজ্ঞাপনের বিষয়ে সময় টিভি কোনো সংবাদ প্রচার করেনি বরং একাত্তর টিভির ‘একাত্তর সংযোগ’ টকশোর ভিডিওকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে তাতে সময় টিভির লোগো এবং ভিন্ন অডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

দাবিটির সত্যতা যাচাইয়ে প্রতিবেদনে উপস্থাপিকার সামনে থাকা মগে একাত্তর টেলিভিশনের লোগো এবং তার পেছনের ‘সংযোগ’ লেখাটির সূত্র ধরে একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে গত ১৯ ফেব্রুয়ারি মিয়ানমারে খেলছে অনেকেই, বড় খেলোয়াড় চীন ? | Ekattor TV শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot: Youtube

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত প্রতিবেদনের ১৭ মিনিট ৫০ সেকেন্ড থেকে ১৭ মিনিট ৫৬ সেকেন্ড পর্যন্ত অংশের সাথে আলোচিত ভিডিওটির শুরু অংশের সাথে মিল রয়েছে।

Video Comparison by Rumor Scanner

এই ভিডিও থেকে জানা যায়, এটি টেলিভিশন চ্যানেলটির ‘একাত্তর সংযোগ’ নামের একটি টকশোর ভিডিও। এই পর্বে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট বাংলাদেশের জন্যে যে নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে তা কীভাবে নিরসন করা যায় সে বিষয়ে মিয়ানমারে বাংলাদেশের সাবেক কনস্যুলেট প্রধান ও নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম এবং সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবীর এর সাথে আলোচনা করা হয়। 

অর্থাৎ, এর সাথে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই। তাছাড়া সময় টিভিতেও এমন কোনো সংবাদ প্রচারের প্রমাণ মেলেনি। 

মূলত, গত ১৯ ফেব্রুয়ারি একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে একাত্তর সংযোগ- টকশোতে চলমান মিয়ানমার সংকট বিষয়ক আলোচনার ভিডিও প্রচার করা হয়। উক্ত ভিডিওর উপস্থাপিকার একটি অংশ কাট করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তাতে সময় টিভির লোগো, ভিন্ন একটি অডিও এবং ‘Crazy Time Banger’ নামের একটি অনলাইন ক্যাসিনো অ্যাপের বিজ্ঞাপন যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এতে দাবি করা হচ্ছে, সাকিব নামের একজন ঢাকা নিবাসী উক্ত অ্যাপে জুয়া খেলে জ্যাকপটে ১০০ মিলিয়ন বাংলা টাকা জিতেছেন। যার মাধ্যমে তিনি বাড়ি, গাড়ি ক্রয় করেছেন। কিন্তু অনুসন্ধানে একাত্তর বা সময় টিভি কর্তৃক এমন কোনো সংবাদ প্রচারের প্রমাণ মেলেনি। 

সুতরাং, একাত্তর টেলিভিশনের টকশোর ভিডিওতে সময় টিভির লোগো এবং অনলাইন জুয়ার বিজ্ঞাপন যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা বিকৃত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img