ঢাকা ঘেরাও এর দাবিতে ভিন্ন ঘটনার পুরনো ভিডিও প্রচার 

সম্প্রতি, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে “ এইমাত্র পাওয়া! রাতেই ঢাকা ঘেরাও কার্যালয়ে ঢোকার চেষ্টা নুর বাহিনী” শীর্ষক শিরোনাম এবং “রাতেই ঢাকা ঘেরাও আগুনের মিছিল হঠাৎ ঝাপিয়ে পড়লো নুর বাহিনী” শীর্ষক থাম্বনেইলে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। 

ঢাকা ঘেরাও

ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নূর বাহিনীর ঢাকা ঘেরাও এর দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং গত ২৮ ফেব্রুয়ারী নাটোর জেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক ফরহাদ হোসেনকে আহত করার প্রতিবাদে ঢাকা যুব অধিকার পরিষদের মশাল মিছিলের ভিডিও। ভুয়া লাইভ স্ট্রিমিং অ্যাপের সহায়তায় সাম্প্রতিক ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে।

দাবিটি নিয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ৪ মিনিট ১৬ সেকেন্ডের এই ভিডিওটিতে আলোচিত দাবিটি প্রসঙ্গে একটি ভিডিও দেখানো হয়।

উক্ত ভিডিওটিতে থাকা ব্যানারের লিখার সূত্র ধরে অনুসন্ধানে গত ২৮ ফেব্রুয়ারী Md. Nurul Haque নামক ফেসবুক পেজে একটি সরাসরি সম্প্রচারিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির ব্যানার, মিছিলে থাকা ব্যাক্তিদ্বয় এবং ব্যাকরাউন্ডের মিল খুঁজে পাওয়া যায়। 

Video Comparison : Rumor Scanner 

এছাড়াও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির স্লোগানের সাথে উক্ত ভিডিওর স্লোগানের হুবহু মিল রয়েছে। 

উক্ত ভিডিওটির বিস্তারিত বর্ণনা থেকে জানা যায়, নাটোর জেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক ফরহাদ হোসেনকে আহত করার প্রতিবাদে ঢাকা যুব অধিকার পরিষদ প্রতিবাদ স্বরূপ মশাল মিছিল বের করে। 

অর্থাৎ ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

মূলত, বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর নাটোর জেলার আহবায়ক ফরহাদ হোসেনকে কুপিয়ে জখম ও ফরিদপুরে পরিচিতি সভায় হামলার প্রতিবাদে ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদের গত ২৮ ফেব্রুয়ারির মশাল মিছিলের একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে ঢাকা ঘেরাও শীর্ষক শিরোনামে ভুয়া লাইভ স্ট্রিমিং অ্যাপের সহায়তায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়।

সুতরাং, পুরনো ভিন্ন ঘটনার ভিডিওকে নুর বাহিনীর ঢাকা ঘেরাও করার ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে ; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img