সম্প্রতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান সৌদি আরব সফরের প্রতিবেদনের সাথে দেশীয় মূলধারার গণমাধ্যমগুলোতে দুইটি ছবি ব্যবহার করা হয়েছে।
উক্ত ছবিগুলো ব্যবহার করে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন একুশে টিভি, আরটিভি, আমাদের সময়, দৈনিক জনকণ্ঠ, ডেল্টা টাইমস, ভোরের ডাক, বাহান্ন নিউজ, মানবকণ্ঠ।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গণমাধ্যমে প্রকাশিত ছবি দুটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান সৌদি আরব সফরের নয় বরং ২০১৯ সালে সৌদি আরবে অনুষ্ঠিত ইসলামী রাষ্ট্রসমূহের সংগঠন ওআইসি’র সম্মেলনে যোগদানের ছবি এগুলো।
ছবি যাচাই-১
এই ছবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ করে মূলধারার সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে ২০১৯ সালের ১ জুন “Red carpet rolled out as PM arrives in Saudi Arabia” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে একই ছবিটি খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, প্রচারিত ছবিটি ২০১৯ সালে ওআইসি’র ১৪তম সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফর চলাকালীন সময়ের।
পাশাপাশি সেসময় অনলাইন সংবাদমাধ্যম ডেইলি বাংলাদেশ এর ওয়েবসাইটে প্রকাশিত “Saudi Arabia rolls out red carpet for PM” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
ছবি যাচাই-২
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বার্তা২৪ এর ওয়েবসাইটে ২০১৯ সালের ২ জুন প্রকাশিত “ওমরাহ শেষে মদিনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, এই ছবিটিও ২০১৯ সালের ওআইসি’র সম্মেলনে যোগ দিতে সৌদি আরব সফরকালীন সময়ের।
পাশাপাশি, অনলাইন পোর্টাল MT News এর ওয়েবসাইটে ২০১৯ সালের ২ জুন “নবীজির রওজা মোবারক জিয়ারত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
উল্লেখ্য, সৌদি আরবের জেদ্দায় ওআইসি আয়োজিত ‘ইসলামে নারী’ বিষয়ক সম্মেলনে যোগ দিতে গত ৫ নভেম্বর প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর চলমান সফরের ভিডিও প্রতিবেদন দেখুন News24।
মূলত, ২০১৯ সালের ৩১ মে ওআইসি’র ১৪তম সম্মেলনে যোগ দিতে সৌদি আরব সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে লাল গালিচার সম্মান জানায় সৌদি আরব। প্রধানমন্ত্রীর সেই সফরের দুইটি ছবিকে তাঁর চলমান সৌদি আরব সফরের প্রতিবেদনের সাথে সংযুক্ত করে প্রচার করা হচ্ছে। প্রকাশিত প্রতিবেদনগুলোতে আলোচিত ছবিগুলোর ক্যাপশনে ফাইল ফটো বা পুরোনো ঘটনার ছবি শীর্ষক কোনো তথ্যও দেওয়া হয়নি। এতে করে স্বাভাবিকভাবে ছবিগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলনান সৌদি আরব সফরের ছবি বলে প্রতীয়মান হয়, যা বিভ্রান্তির জন্ম দিয়েছে।
সুতরাং, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান সৌদি আরব সফর নিয়ে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে তাঁর ২০১৯ সালের সৌদি আরব সফরের ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- বাংলা ট্রিবিউন: Red carpet rolled out as PM arrives in Saudi Arabia
- ডেইলি বাংলাদেশ: Saudi Arabia rolls out red carpet for PM
- MT News: নবীজির রওজা মোবারক জিয়ারত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- বার্তা২৪ এর: ওমরাহ শেষে মদিনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী