ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, তারেক জিয়াকে উদ্দেশ্য করে পিনাকী ভট্টাচার্য, ‘ওই নাকি ইংল্যান্ড আর জার্মানির বাজারকে ছাড়াইয়া যাওয়ার জন্যে কাজ করিচ্ছে। ওই নাকি আবার কাজও করে! টাকা মারা ছাড়া তো জানতাম আর কোনো কাজ নাই!’ শীর্ষক কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, পিনাকী ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে গত ৬ ডিসেম্বর ‘হাসিনার স্যাংশনের ডর || নির্বাচনের পর স্যাংশন আসতে পারে- শেখ হাসিনা || Pinaki Bhattacharya’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও প্রচার করেন। উক্ত ভিডিওটিতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসন্ন নিবার্চন নিয়ে বিভিন্ন কথা বলেন। এরই প্রেক্ষিতে তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে ‘ওই নাকি ইংল্যান্ড আর জার্মানির বাজারকে ছাড়াইয়া যাওয়ার জন্যে কাজ করিচ্ছে। ওই নাকি আবার কাজও করে! টাকা মারা ছাড়া তো জানতাম আর কোনো কাজ নাই!’ শীর্ষক মন্তব্যটি করেন। সেই ভিডিরও উক্ত অংশটুকু কাট করে তার সাথে তারেক জিয়ার ছবি যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার টিম। এতে দেখা যায় ভিডিওটির বামপাশে উপরের বাংলা পলিটিক্স লেখা একটি লোগো রয়েছে।
লোগোটির সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বাংলা পলিটিক্স নামের একটি ফেসবুক পেজে গত ৮ ডিসেম্বর টাকা মা*রা ছাড়া তা*রেক জি*য়ার আর কি কাজ জানালেন পি*নাকী দা😃 শীর্ষক শিরেনামে প্রচারিত আলোচিত ভিডিওটি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
এছাড়াও, পেজটির ক্যাটাগরি সেকশনে গিয়ে দেখা যায়, এটি একটি কমেডি পেজ। বিভিন্ন সময়ে এই পেজটি থেকে বিভিন্ন কমেডিধর্মী পোস্ট প্রচার করতে দেখা যায়।
পরবর্তীতে পিনাকী ভট্টাচার্যের ভিডিওটির সূত্র অনুসন্ধানে তার ইউটিউব চ্যানেলটি পর্যালোচনার মাধ্যমে গত ৬ ডিসেম্বর হাসিনার স্যাংশনের ডর || নির্বাচনের পর স্যাংশন আসতে পারে- শেখ হাসিনা || Pinaki Bhattacharya শীর্ষক শিরোনামে তার চ্যানেলে প্রচার করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ভিডিওটির ২ মিনিট ২৫ সেকেন্ড থেকে ২ মিনিট ৩৬ সেকেন্ড পর্যন্ত অংশটুকুর সাথে আলোচিত ভিডিওটির সাথে হুবহু মিল রয়েছে।
তিনি মূলত ভিডিওটিতে আসন্ন জাতীয় নিবার্চন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেন। ভিডিওটির এ পর্যায়ে তিনি গত ১৯ নভেম্বর বাংলাদেশের অনলাইন মিডিয়া bdnews24.com এ যুক্তরাজ্য ও জার্মানির বাজারকে ছাড়িয়ে যেতে কাজ করছি: শেখ হাসিনা শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন দর্শকদের উদ্দেশ্যে দেখিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচিত মন্তব্যটি করেন।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করে বাংলা পলিটিক্স নামক ফেসবুক পেজ থেকে ব্যাঙ্গাত্মক হিসেবে প্রথমে প্রচার করে। যা পরবর্তীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।
মূলত, গত ৬ ডিসেম্বর পিনাকী ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে ‘হাসিনার স্যাংশনের ডর || নির্বাচনের পর স্যাংশন আসতে পারে- শেখ হাসিনা || Pinaki Bhattacharya’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও প্রচার করে। ভিডিওটিতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে নানা মন্তব্য করেন। ভিডিওটির এক পর্যায়ে তিনি বাংলাদেশের অনলাইন মিডিয়া bdnews24.com এ গত ১৯ নভেম্বর ‘যুক্তরাজ্য ও জার্মানির বাজারকে ছাড়িয়ে যেতে কাজ করছি: শেখ হাসিনা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন দর্শকদের উদ্দেশ্যে দেখিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচিত মন্তব্যটি করেন। যেটি পরবর্তীতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করে বাংলা পলিটিক্স নামক ফেসবুক পেজ থেকে ব্যাঙ্গাত্মক হিসেবে প্রথমে প্রচার করে। পরবর্তীতে উক্ত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
সুতরাং, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে পিনাকী ভট্টাচার্যের করা একটি মন্তব্যের ভিডিওকে তারেক জিয়ার উদ্দেশ্যে করা বক্তব্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- বাংলা পলিটিক্স Facebook Page: Video
- Pinaki Bhattacharya Youtube Channel: (1) হাসিনার স্যাংশনের ডর || নির্বাচনের পর স্যাংশন আসতে পারে- শেখ হাসিনা || Pinaki Bhattacharya – YouTube
- Bdnews24 website: যুক্তরাজ্য ও জার্মানির বাজারকে ছাড়িয়ে যেতে কাজ করছি: শেখ হাসিনা (bdnews24.com)
- Rumor Scanner’s Own Analysis