সম্প্রতি, “স্বতন্ত্র প্রার্থী ও নৌকা পার্থীর সংঘর্ষ সারাদেশে নিহত ১০০” শীর্ষক শিরোনাম ও থাম্বনেইলে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমনকিছু ভিডিও দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ)

ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে(আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, স্বতন্ত্র ও নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষে ১০০ জন নিহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি বরং অধিক ভিউ পাবার আশায় চটকদার থাম্বনেইল ব্যবহার করে কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়া আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। আলোচিত ভিডিওতে তিনটি ভিন্ন ভিন্ন টেলিভিশন চ্যানেলের সংবাদ উপস্থাপনের ভিডিওর খণ্ডাংশ দেখানো হয়।
ভিডিও যাচাই-১
প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, গত ১৭ ডিসেম্বর Jamuna TV এর ইউটিউব চ্যানেলে “রাজশাহীতে আ. লীগ প্রার্থীর কর্মীকে হাতুড়ি দিয়ে মারধর | Rajshahi Election Clash | Jamuna TV” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।
উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওতে প্রচারিত ভিডিও ক্লিপের মিল খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিও থেকে জানা যায়, রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগ প্রার্থীর এক কর্মীকে হাতুড়ি পেটার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর অনুসারীদের বিরুদ্ধে। তবে, উক্ত ঘটনায় কোনো ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ভিডিও যাচাই-২
প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, গত ১ ডিসেম্বর Jamuna TV এর ইউটিউব চ্যানেলে “নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ | Shariatpur | A. League Cla-sh” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিও প্রতিবেদনটির সাথে আলোচিত ভিডিওতে প্রচারিত ভিডিও ক্লিপের মিল খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, শরীয়তপুরের নড়িয়ায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছেন ৫ জন। তবে, উক্ত ঘটনায় কোনো ব্যক্তির নিহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
ভিডিও যাচাই-৩
প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, গত ১৭ ডিসেম্বর ATN News এর ইউটিউব চ্যানেলে “নির্বাচনের আগে সহিংসতার শঙ্কা | BD Election | BNP vs Awamileague | BD Politics | ATN News” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।
উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওতে প্রচারিত ভিডিও ক্লিপের মিল খুঁজে পাওয়া যায়।

ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরকার এবং বিরোধীপক্ষের মধ্যে সৃষ্ট দূরত্বের ফলে নির্বাচনের পূর্বে সংঘাত বাড়তে পারে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বৈশ্বিক ঝুঁকি পর্যবেক্ষণকারী সংস্থা Crisis 24. ১৬ ডিসেম্বর প্রকাশিত সে প্রতিবেদনে Crisis 24 আরও জানায় সে আগামী সপ্তাহগুলোতে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর বিক্ষোভ সমাবেশ বাড়তে পারে।
অর্থাৎ, উক্ত ভিডিও ক্লিপটি প্রাসঙ্গিকতা ছাড়াই আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে।
প্রাসঙ্গিক কী ওয়ার্ড সার্চের জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে স্বতন্ত্র প্রার্থী এবং নৌকা প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১০০ জন নিহত হওয়ার দাবির কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি।
তবে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সারাদেশে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘাত ও হামলায় এখন অবধি পিরোজপুর, ময়মনসিংহ, মাদারীপুরে মোট তিনজন ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।
মূলত, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বিএনপি নির্বাচন বয়কট করায় এবার নির্বাচনে নৌকার প্রার্থীদের মূল প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে নৌকার মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের। এরই মাঝে দেশের বিভিন্ন স্থানে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থক মধ্যে সংঘর্ষ ও হামলায় খবর পাওয়া গেছে। এসব ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেছে। এরই প্রেক্ষিতে
সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বতন্ত্র ও নৌকা প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১০০ জন নিহত হয়েছে শীর্ষক শিরোনাম ও থাম্বনেইলে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে দেশজুড়ে স্বতন্ত্র ও নৌকার প্রার্থীদের সংঘর্ষ ও হামলায় এখন অবধি ৩ জন ব্যক্তি মারা গেছেন। অধিক ভিউ পাবার আশায় ভিন্ন ভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত সংবাদ প্রতিবেদনের ভিডিও যুক্ত করে করে তাতে চটকদার থাম্বনেইল ব্যবহার করে কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই আলোচিত দাবির ভিডিওটি প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বেও চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে বিভিন্ন ভুয়া তথ্য প্রচারের প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কয়েকটি প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, সারাদেশে স্বতন্ত্র ও নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষে ১০০ জন নিহত হয়েছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত বিষয়টি সম্পুর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Jamuna TV Youtube Channel: “রাজশাহীতে আ. লীগ প্রার্থীর কর্মীকে হাতুড়ি দিয়ে মারধর | Rajshahi Election Clash | Jamuna TV”
- Jamuna TV Youtube Channel: “নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ | Shariatpur | A. League Cla-sh”
- ATN News Youtube Channel: “নির্বাচনের আগে সহিংসতার শঙ্কা | BD Election | BNP vs Awamileague | BD Politics | ATN News”