ইসলাম ও সংবিধান নিয়ে সারজিস আলমের নামে ফেসবুক ভুয়া মন্তব্য প্রচার

গত ০৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ‘আগামীর রাষ্ট্র হবে ইসলাম সংবিধান হবে আল কোরআন – ইনশাআল্লাহ’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ইসলাম ও সংবিধান

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক সারজিস আলম ইসলাম ধর্ম ও সংবিধান নিয়ে ফেসবুকে এমন কোনো পোস্ট দেননি বরং সারজিসের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্ট সত্য ভেবে আলোচিত দাবিটি প্রচার করা হয়।

অনুসন্ধানের শুরুতে ফেস দ্যা পিপলের ফটোকার্ডটিতে দেখানো Sarjis Alam এর পোস্টের বিষয়ে জানার চেষ্টা করে রিউমর স্ক্যানার। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে আলোচ্য ফেসবুক পোস্ট করা অ্যাকাউন্টটি সারজিস আলমের আসল অ্যাকাউন্ট নয় বলে প্রতীয়মান হয়। অনুসন্ধানে সারজিস আলমের ফেসবুক অ্যাকাউন্টে এমন কোন ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়নি। উক্ত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সারজিস আলম গত ৬ আগস্ট লাইভে এসে তার আর কোনো ফেসবুক অ্যাকাউন্ট না থাকার তথ্য নিশ্চিত করেছেন।

Screenshot: Facebook

সুতরাং, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ‘আগামীর রাষ্ট্র হবে ইসলাম সংবিধান হবে আল কোরআন – ইনশাআল্লাহ’ শীর্ষক মন্তব্য করে ফেসবুক পোস্ট করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Sarjis Alam Fake Facebook Page Post
  • Sarjis Alam Original Facebook Account
  • Rumor Scanner’s Own Analysis
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img