সম্প্রতি, ভারতের দিল্লীতে বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতাদের সামনে কথা বলছেন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শেখ হাসিনার ভাষণের আলোচিত এই ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে ১৭ জুলাই দেশব্যাপী আন্দোলন চলাকালীন জাতির উদ্দেশ্যে দেওয়া তার ভাষণের ভিডিওটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ও ভিন্ন অডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার। পর্যালোচনায় ২ ঘন্টা ১৮ মিনিটের এই ভিডিওতে শেষ হাসিনার বক্তব্য প্রদানের পাশাপাশি দর্শক-শ্রোতাদের বিভিন্ন ধরনের ফুটেজ দেখানো হয়। যাতে ভারতীয় রাজনীতিবিদসহ বিভিন্ন বিদেশী ব্যক্তিত্বদের দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু ভিডিওগুলোর আসনের ধরন ও ফুটেজের ধরনের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। যা থেকে ধারণা করা যাচ্ছে যে ২ ঘন্টার এই ভিডিওটি বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানের ফুটেজ সমন্বয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে। এছাড়াও পুরো ভিডিওতে শেখ হাসিনাকে ভিন্ন ভিন্ন প্রসঙ্গে অসাঞ্জস্যপূর্ণভাবে কথা বলতে শোনা যায়। যা থেকে ধারণা করা যাচ্ছে, ভিডিওটির মত অডিওটিও বিভিন্ন সময় দেওয়া শেখ হাসিনার বক্তব্যের সমন্বয়ে তৈরি করা হয়েছে।
পরবর্তীতে আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দেশিয় কিংবা ভারতীয় গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে ভারতের দিল্লিতে শেখ হাসিনার কোনো রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য প্রদানের তথ্য পাওয়া যায়নি।
শেখ হাসিনার ভাষণের ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে এটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Maasranga News-এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৭ জুলাই সরাসরি সম্প্রচারিত শেখ হাসিনার ভাষণের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির শেখ হাসিনার পরনের শাড়ি, চশমা, বুকের বা দিকে থাকা ব্যাজ এবং দুই হাতের অবস্থনের মিল রয়েছে। কিন্তু ভিডিও দুটির ব্যাকগ্রাউন্ড, পতাকা এবং টেবিলের পার্থক্য লক্ষ্য করা যায়। প্রাপ্ত ভাষণের ভিডিওটি মূলত, ২০২৪ সালের জুলাইয়ে দেশব্যাপী চলমান কোটা সংস্কার আন্দোলনের সময় শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের সরাসরি সম্প্রচারকৃত ভিডিও। যেখানে তিনি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সর্বোচ্চ আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানান। শিক্ষার্থীরা ন্যায়বিচার পাবেন বলেও ভাষণটিতে তাকে সবাইকে আশ্বস্ত করতে শোনা যায়।
এছাড়াও পূর্বে শেখ হাসিনার বক্তব্য প্রদানের আলোচিত এই ভিডিওটি ভিন্ন অডিওর সাথে প্রচার হতেও দেখা যায়। সেসময় তিনি লাইভে এসে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন দাবিতে ভিডিওটি প্রচার করা হয়েছিল।
অর্থাৎ, গতবছর জুলাইয়ে আন্দোলনরত শিক্ষার্থীসহ দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া শেখ হাসিনার ভাষণের ভিডিওটি সম্পাদনার মাধ্যমে তার সাথে ভিন্ন ভিন্ন ভিডিও ফুটেজ ও অডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
সুতরাং, বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে ভারতের দিল্লীতে বিশ্ব নেতাদের সামনে শেখ হাসিনার বক্তব্য প্রদানের দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Maasranga News Youtube Channel: 🔴 LIVE । জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- Rumor Scanner’s Analysis