সেনাবাহিনীকে নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেনের মাঠে নামার গুজব

সম্প্রতি, “সেনাবাহিনীকে সাথে নিয়ে মাঠে নামলো বিএনপি নেতা ইশরাক হোসেন” শীর্ষক শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

ইশরাক

ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে(আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, সেনাবাহিনীকে সাথে নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেনের মাঠে নামেননি বরং অধিক ভিউ পাবার আশায় চটকদার থাম্বনেইল ব্যবহার করে কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়া আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতেই আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, ইউটিউবে প্রচারিত ভিডিওটির প্রথমেই একটি সংবাদপাঠের ভিডিওর খণ্ডাংশ দেখানো হয়। পরবর্তীতে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করতে দেখা যায়। ভিডিওর পরবর্তী অংশে একটি ভিডিও প্রতিবেদনের ফুটেজ ব্যবহার করা হয় যেখানে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে একাধিক বিএনপি নেতাকে লিফলেট বিতরণ করতে দেখা যায়।

ভিডিও যাচাই-১

প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, NTV News ওয়েবসাইটে ২০২৩ সালের ২৩ ডিসেম্বর “রাজধানীতে লিফলেট বিতরণ করছেন বিএনপিনেতারা | BNP | NTV News” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।

Comparison By Rumor Scanner

উক্ত ভিডিওর কিছু অংশের সাথে আলোচিত ভিডিওর  মিল খুঁজে পাওয়া যায়।

Comparison By Rumor Scanner

ভিডিও যাচাই-২

প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, Channel 24 এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৩ ডিসেম্বর “সেনাবাহিনীকে সাথে নিয়ে মাঠে নামলো বিএনপি নেতা ইশরাক হোসেন | BD politics news | BD Election 2024” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওতে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেনের লিফলেট বিতরণের দৃশ্যের সাথে আলোচিত ভিডিওতে দেখানো দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।

Comparison By Rumor Scanner

তবে, ভিডিওর কোথাও সেনাবাহিনীকে সাথে নিয়ে ইশরাক হোসেনের প্রচার বিষয়ে কোনোরূপ তথ্য খুঁজে পাওয়া যায়নি।

পাশাপাশি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্র থেকেও আলোচিত দাবির কোনো সত্যতা জানা যায়নি।

উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

এই উপলক্ষে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সশস্ত্রবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

মূলত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন গ্রহণের দাবিতে দীর্ঘদিন ধরে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে। এসব ঘটনায় প্রতিদিনই বিভিন্ন ধরনের তথ্য ইন্টারনেটে প্রচারিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীকে সাথে নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন মাঠে নেমেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়। তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটি সঠিক নয়। অধিক ভিউ পাবার আশায় ভিন্ন ভিন্ন ঘটনায় ভিন্ন ভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিও যুক্ত করে করে তাতে চটকদার শিরোনাম ব্যবহার করে কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই আলোচিত দাবির ভিডিওটি প্রচার করা হয়েছে।

উল্লেখ্য, পূর্বেও চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে বিভিন্ন ভুয়া তথ্য প্রচারের প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কয়েকটি প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে

সুতরাং, সেনাবাহিনীকে সাথে নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন মাঠে নেমেছেন দাবিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img