নারী শিক্ষার্থীকে উত্যক্তের কারণে উপদেষ্টা আসিফ মাহমুদকে গণপিটুনির গুজব 

২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তানজিন আসিমা নামের এক নারী শিক্ষার্থীকে উত্যক্ত করায় সেসময় সাধারণ শিক্ষার্থীদের হাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মারধরের শিকার হন দাবিতে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

নারী শিক্ষার্থীকে

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, নারী শিক্ষার্থীকে উত্যক্ত করার কারণে ২০১৯ সালে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মারধরের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০১৯ সালে অবৈধভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিলসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক বিক্ষোভ কর্মসূচিতে হামলা চালায় ছাত্রলীগ। উক্ত হামলায়আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গুরুতর আহত হন। আলোচিত ভিডিওটি মূলত সেসময়েরই।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে A Pm Suhel নামের একটি ফেসবুক আইডিতে ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

Image Comparison by Rumor Scanner

পোস্টটিতে ব্যবহৃত ছবিগুলোতে আসিফ মাহমুদকে আলোচিত ভিডিওর মত একই হলুদ টি-শার্ট পরিহিত অবস্থায় দেখতে পাওয়া যায়। এছাড়াও তার চোখের নিচে রক্তের দাগটিও দেখতে পাওয়া যায়। পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, আসিফ মাহমুদ মূলত ছাত্রলীগের হামলায় আহত হন।

পরবর্তীতে বিষয়টি নিশ্চিত হতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফাইড ফেসবুক পেজ পর্যালোচনার মাধ্যমে গত ১৯ সেপ্টেম্বর প্রচারিত একটি পোস্টের সন্ধান পাওয়া যায়। 

Video Comparison by Rumor Scanner

পোস্টটিতে যুক্ত ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাথে এর হুবহু মিল রয়েছে। মূলত, উক্ত ভিডিওটি জুম করে ক্রপের মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। এছাড়াও পোস্টটির শিরোনামে থেকেও হামলার কারণ ও হামলাকারীদের বিষয়ে একই তথ্য জানা যায়। 

পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে অনলাইনভিত্তিক গণমাধ্যম The Daily Campus এর ওয়েবসাইটে ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ঢাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভে ছাত্রলীগের হামলা শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot: The Daily Campus 

প্রতিবেদনটি থেকে জানা যায়, অবৈধভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিলসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেসময় কোটা সংস্কার আন্দোলন ও কয়েকটি বাম সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কর্মসূচি শেষে ব্যবসায় শিক্ষা অনুষদে স্মারকলিপি দিতে শিক্ষার্থীরা স্মারকলিপি দিতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করেন। এতে আসিফ মাহমুদসহ বেশকয়েকজন শিক্ষার্থী আহত হন। এছাড়াও প্রতিবেদনটিতে ব্যবহৃত ফিচার ইমেজেও আসিফ মাহমুদের সেসময় আহত হওয়ার একটি ছবিও ব্যবহার করা হয়। 

সুতরাং, ২০১৯ সালে তানজিন আসিমা নামের এক নারী শিক্ষার্থীকে উত্যক্ত করার কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ গণপিটুনির শিকার হয়েছিলেন দাবিতে প্রচারিত বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img