সম্প্রতি, টাঙ্গাইলের বাসাইল উপজেলার চাপড়াবিলে অবস্থিত হিজল গাছের পাতা খেলে জীবন সঙ্গী মিলবে দাবিতে ‘বাসুলিয়ার হিজল গাছের পাতা খেলেই মিলবে জীবন সঙ্গী’ শীর্ষক শিরোনামে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি’র লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘বাসুলিয়ার হিজল গাছের পাতা খেলেই মিলবে জীবন সঙ্গী’ শীর্ষক শিরোনামে আরটিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আরটিভির ডিজাইনের আদলে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আরটিভি’র লোগো সম্বলিত আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। কিন্তু দেখা যায়, আলোচিত ফটোকার্ডটিতে এটি প্রকাশের তারিখ উল্লেখ করা নেই।
দাবিটির সত্যতা যাচাইয়ে ফটোকার্ডটিতে থাকা লোগো’র সূত্র ধরে আরটিভি’র ভেরিফাইড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করা হয়। কিন্তু আরটিভি’র ফেসবুক পেজে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। আরটিভি’র ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্যকোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তাছাড়া আরটিভি’র পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর শিরোনাম লেখার প্যার্টান ও ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ‘বাসুলিয়ার হিজল গাছের পাতা খেলেই মিলবে জীবন সঙ্গী’ লেখাটিরভিন্নতা লক্ষ্য করা যায়।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আরটিভি’র ফটোকার্ড নকল করে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।
মূলত, বর্ষার মৌসুমে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় অবস্থিত চাপড়াবিলটি পানিতে পরিপূর্ণ হয়ে রূপ নেয় এক অপরূপ প্রাকৃতিক লীলাভূমিতে। নির্মল এই প্রকৃতি উপভোগ করতে তাই প্রতিদিনই জেলার বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা ভীড় জমান এখানে। তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু বিলের মাঝে অবস্থিত হিজল গাছ। লোক শ্রুতি রয়েছে বিলে যতই পানি হোক না কেন গাছটি কখনই পানিতে পরিপূর্ণভাবে ডুবে না। এরই প্রেক্ষিতে সম্প্রতি, উক্ত হিজল গাছের পাতা খেলে জীবন সঙ্গী মিলবে দাবিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া। প্রকৃতপক্ষে, আরটিভি ‘বাসুলিয়ার হিজল গাছের পাতা খেলেই মিলবে জীবন সঙ্গী’ শীর্ষক শিরোনামে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।
সুতরাং, ‘বাসুলিয়ার হিজল গাছের পাতা খেলেই মিলবে জীবন সঙ্গী’ শীর্ষক শিরোনামে আরটিভি’র নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Own Analysis