সম্প্রতি, বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা তার দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা জাহির ইকবালকে বিয়ের পর তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তার হিজার পড়া একটি ছবি আপলোড করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে একটি ছবি প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার নয়। এছাড়া, তিনি তার এক্স অ্যাকাউন্টেও এমন কোনো ছবি প্রকাশ করেননি। প্রকৃতপক্ষে, ছবিটি ডিপফেক প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে। সোনাক্ষী সিনহার নামে চালু থাকা একটি প্যারোডি এক্স অ্যাকাউন্ট থেকে প্রচারিত উক্ত ছবিটিকে বাস্তব দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ছবিটিতে থাকা এক্স ইউজারনেমের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে @SonakshiSinha_0 ইউজারনেমের এক্স অ্যাকাউন্টে গত ৩০ জুন প্রকাশিত একই ছবিটি খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে উক্ত এক্স অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। এতে দেখা যায়, এটির About সেকশনেই লেখা রয়েছে, এটি একটি প্যারোডি অ্যাকাউন্ট।
সোনাক্ষী সিনহার কোনো এক্স অ্যাকাউন্ট রয়েছে কিনা এবং সেখানে তিনি এমন কোনো ছবি প্রচার করেছে কিনা জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও তার কোনো এক্স অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়নি। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে আলোচিত ছবিটি প্রচার করেছেন কিনা তাও অনুসন্ধান করে দেখে রিউমর স্ক্যানার। কিন্তু দুটো সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো প্ল্যাটফর্মেই ছবিটির সন্ধান মেলেনি।
পরবর্তীতে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কিনা তা জানতে এআই ছবি শনাক্তকারী ওয়েবসাইট Hive Moderation এর সহায়তায় ছবিটি যাচাই করা হয়। এতে বলা হয়, আলোচিত ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি করা হয়েছে।
অর্থাৎ, সোনাক্ষী সিনহার হিজার পড়া ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করে তার নামে পরিচালিত একটি ভুয়া এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে।
মূলত, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর গত ২৩ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলিউডের অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জহির ইকবাল। বিয়ের শুরু থেকেই সোনাক্ষী সিনহার হিন্দু থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হবার সম্ভাবনা নিয়ে একটি আলোচনার শুরু হবে। তবে জাহিরের বাবা ইকবাল রতনসি স্পষ্টভাবে জানিয়ে দেন, সোনাক্ষী ধর্মান্তরিত হবে না। কিন্তু সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোনাক্ষী সিনহার হিজার পরিহিত একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, জাহির ইকবালকে বিয়ের পর তিনি উক্ত ছবিটি তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রচার করেছেন। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, সোনাক্ষী সিনহার হিজার পরিহিত ছবিটি আসল নয়। আলোচিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সহায়তায় তৈরি করা হয়েছে। এছাড়া ছবি প্রচারকারী এক্স অ্যাকাউন্টটিও আসল নয়। এটি তার নামে তৈরি করা একটি প্যারোডি অ্যাকাউন্ট।
সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআই দিয়ে তৈরি ছবিকে সোনাক্ষী সিনহার আসল ছবি দাবিতে ইন্টারনেট প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Sonakshi Sinha X (Twitter) Account: Tweet
- Rumor Scanner’s Own Analysis