পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দৃশ্য দাবিতে এআই দিয়ে তৈরি ছবি প্রচার

গত ৮ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করেন উত্তর আমেরিকার বাসিন্দারা। উত্তর আমেরিকার তিন দেশ মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে এই সূর্যগ্রহণ দেখা যায়। যাকে ‘গ্রেট নর্থ আমেরিকান এক্লিপস’ও বলা হচ্ছে। এর প্রেক্ষিতে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের অন্যতম সেরা ছবি দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ছবি দাবিতে প্রচারিত আলোচিত ছবিটি বাস্তব নয়। বরং ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায়  তৈরি করা হয়েছে।

ছবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Astronomy Perplex নামের বিজ্ঞান, প্রযুক্তি ও মহাকাশ বিষয়ক একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ১১ এপ্রিল একই ছবিটি প্রচার করতে দেখা যায়। 

Screenshot: Instagram 

ছবিটির শিরোনামে দাবি করা হয়, ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা তৈরি করা। 

পরবর্তীতে দাবিটির সত্যতা যাচাইয়ে ‍দুটি এআই শনাক্তকারী ওয়েবসাইট Hive Moderation এবং IsitAi এর সহায়তা নেয় রিউমর স্ক্যানার টিম। উভয় ওয়েবসাইটেই ছবিটিকে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নির্মিত বলে শনাক্ত করা হয়। 

Screenshot: Hive Moderation & IsitAi

এছাড়াও প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসা-এর ইউটিউব চ্যানেলে গত ৮ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সরাসরি সম্প্রচারের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Youtube

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, বাস্তব পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দৃশ্যের সাথে আলোচিত ছবির সূর্যগ্রহণের দৃশ্যের কোনো মিল নেই।

অর্থাৎ, সূর্যগ্রহণের আলোচিত ছবিটি কৃত্রিম বৃদ্ধিমত্তার সহায়তায় নির্মিত।

মূলত, গত ৮ এপ্রিল উত্তর আমেরিকার তিন দেশ মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হয়। যাকে ‘গ্রেট নর্থ আমেরিকান এক্লিপস’ও বলেও অভিহিত করা হচ্ছে। ১৯৭৯ সাল ও ১৯৯১ সালের পর এবারই পুনরায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করলো কানাডা ও মেক্সিকো। তবে যুক্তরাষ্ট্রে ২০১৭ সালের ২১ আগস্ট শেষ এ রকম সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। সম্প্রতি, এই গ্রেট নর্থ আমেরিকান এক্লিপস এর প্রেক্ষিতে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের অন্যতম সেরা ছবি দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ছবি দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি সূর্যগ্রহণের একটি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি পূর্ণগ্রাস সূর্যগ্রহণের একটি ছবিকে সাম্প্রতিক পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img