ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পুনরায় আন্দোলনে নামার ভিডিও দাবিতে ১৫ জুলাইয়ের ভিডিও প্রচার

সম্প্রতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত নতুন কর্মসূচির প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুনরায় রাজু ভার্স্কযে আন্দোলনে নেমেছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত ২৯ জুলাই একটি লাইভ ভিডিও প্রচার করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ২৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরনায় আন্দোলনে নামার দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, গত ১৫ জুলাই শিক্ষাথীদের রাজু ভার্স্কযে করা আন্দোলনের একটি ভিডিওকে ভুয়া লাইভ স্ট্রিমিং অ্যাপের সহায়তায় সাম্প্রতিক ২৯ তারিখের ভিডিও দাবিতে  প্রচার করা হয়েছে।

এবিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটির কিছু স্থিরচিত্র রির্ভাস ইমেজ সার্চের মাধ্যমে 838@ Bangla dubbing নামের একটি ইউটিউব চ্যানেলে গত ১৬ জুলাই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করলেও ছাত্রলীগ #savebangladesh bangladeshistudent শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

৩৫ সেকেন্ডের এই ভিডিওটি পর্যালোচনা করে এই  ভিডিওর সাথে আলোচিত লাইভ ভিডিওর শুরুর অংশের মিল পাওয়া যায়।

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ইউটিউব চ্যানেলে গত ১৫ ‍জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন | শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদ | 15 July 2024 শীর্ষক শিরোনামে সরাসরি সম্প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

ভিডিওটি পর্যালোচনার মাধ্যমে দেখা যায়, এর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। উভয় ভিডিওর শুরুতেই একজন আহত নারী শিক্ষার্থীকে রিকশায় করে নিয়ে যেতে দেখা যায়। পাশাপাশি ভিডিও দুটির ৯ মিনিট ২৩ সেকেন্ড সময় থেকে একই ব্যক্তিদের বক্তব্য প্রদান করতে দেখা যায়। অর্থাৎ, আলোচিত দাবিতে সরাসরি সম্প্রচারকৃত ভিডিওটি গত ২৯ জুলাইয়ের নয়।

এ ছাড়া, অনলাইনভিত্তিক গণমাধ্যম Barta24 এর ইউটিউব চ্যানেলে গত ১৫ জুলাই রাজু ভাষ্কর্যের সামনে জড়ো হয়েছে আন্দোলনকারীরা শীর্ষক শিরোনামে প্রচারিত আন্দোলনের একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওটির সাথে উক্ত ভিডিওতে আন্দোলনরত শিক্ষার্থীদের দেওয়া স্লোগানের মিল রয়েছে। তবে আলোচিত ভিডিও এবং উক্ত ভিডিওটি ভিন্ন দুই প্রান্ত থেকে ধারণ করা হলেও উভয় ভিডিওতেই শিক্ষার্থীদের ছাতা হাতে দেখা যাচ্ছে। পাশপাশি ভিডিও দুটিতেই রাজু ভার্স্কযের সামনে একজনকে বাংলাদেশের একটি বড় পতাকা উড়াতে দেখা যায়। যা থেকে নিশ্চিত হওয়া আলোচিত ভিডিওটি গত ১৫ জুলাই তারিখের।

অর্থাৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভার্স্কযে অনুষ্ঠিত কোটা সংস্কার আন্দোলনের ১৫ জুলাইয়ের কর্মসূচির ভিডিওকে ২৯ জুলাইয়ের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে।

মূলত,  সকল গ্রেডের সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার করে কোটা ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীরা টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এরই মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফর নিয়ে গত ১৪ জুলাই আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়েও কথা বলেন। মুক্তিযোদ্ধা কোটা বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রেখে বলেন, ”মুক্তিযোদ্ধাদের ওপর এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা চাকরি পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে?”। তার এই মন্তব্যের প্রেক্ষিতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। সেদিন রাত থেকেই ক্যাম্পাসগুলো ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার/ চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ শীর্ষক স্লোগানে মুখরিত হয়ে উঠে। এরই প্রেক্ষিতে পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভার্স্কযে শিক্ষার্থীরা আন্দোলন করেন। সম্প্রতি, সেদিনের আন্দোলনের একটি ভিডিওকে পুনরায় ২৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে নামার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

সুতরাং, গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভার্স্কযে সংঘটিত কোটা সংস্কার আন্দোলনের ভিডিওকে ২৯ জুলাইয়ের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img