ফেনীর বন্যার দৃশ্য দাবিতে ছড়ালো চীনের ভিডিও

সম্প্রতি অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের ফলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ ও খাগড়াছড়ি জেলার কিছু এলাকা প্লাবিত হয়েছে। এরই প্রেক্ষিতে ফেনীতে সাম্প্রতিক বন্যার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেনীর বন্যা

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, রাস্তায় পানির স্রোতের এই ভিডিওটি ফেনী কিংবা বাংলাদেশের অন্যকোনো এলাকার চলমান বন্যার নয় বরং এটি গত জুলাই মাসে চীনে অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যার ভিডিও।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যম Weibo এ ‘中国气象爱好者’ নামক অ্যাকাউন্টে গত ৭ জুলাই তারিখে প্রকাশিত একটি ভিডিওটি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।

Video Comparison: Rumor Scanner

ভিডিওটির বিস্তারিত বিবরণীতে, চীনের লিনি শহরের মধ্য ও উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টিপাতে এবং পাহাড়ী নদীতে জলের স্তর আকাশচুম্বী হওয়ায়, আকস্মিক বন্যা এবং ভূতাত্ত্বিক বিপর্যয়ের নজর দেওয়ার আহ্বান জানানো হয়।

এছাড়া, Disaster Update নামক ইউটিউব চ্যানেলে গত ৭ জুলাই প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়।

চীন ভিত্তিক সংবাদ মাধ্যম CGTN এর ওয়েবসাইটে গত ৮ জুলাই “China races time to combat floods, relocate residents” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে গত জুলাই মাসে লিনি শহর ছাড়াও একাধিক জায়গায় বন্যা হওয়ার তথ্য পাওয়া যায়।

সুতরাং, গত জুলাই মাসে চীনে অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যার ভিডিও বাংলাদেশের ফেনীতে চলমান বন্যা পরিস্থিতির দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img