বুধবার, অক্টোবর 9, 2024

কারামুক্ত নয়, এক মামলায় জামিন হয়েছে মামুনুল হকের 

সম্প্রতি, দীর্ঘ ৩ বছর পর ঈদের আগেই মুক্তি পেলেন মামুনুল হক আলহামদুলিল্লাহ শীর্ষক থাম্বনেইলে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)। 

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভিডিওটি দেখা হয়েছে ১ হাজার পাঁচশত ৬৬ বার। ভিডিওটিতে সাড়ে দুইশত ৭৬টি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

একই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসমন্ধানে জানা যায়, হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক কারামুক্তি পাননি বরং তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা ধর্ষণ মামলায় জামিন পেয়েছেন। প্রকৃতপক্ষে ভিন্ন প্রেক্ষাপটের ভিন্ন ভিডিও যুক্ত করে কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে উক্ত ভিডিওটির কোথাও মামুনুল হক কারামুক্তির দাবি সম্পর্কিত প্রমাণ উপস্থাপন করা হয়নি। এমনকি ভিডিওটিতে আলোচিত দাবির সাথে প্রাসঙ্গিক কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি। অর্থাৎ ভিডিওটি’র থাম্বনেইলে প্রচারিত দাবিটির সাথে বিস্তারিত অংশের অসামঞ্জস্যতা রয়েছে।

আলোচিত ভিডিওটিতে প্রচারিত দাবির বিষয়ে আরও অনুসন্ধানে ভিডিওটিতে দেখানো ভিডিও ক্লিপগুলোর বিষয়ে আলাদাভাবে অনুসন্ধান চালায় রিউমর স্ক্যানার টিম।

ভিডিও যাচাই ০১

আলোচিত ভিডিওটিতে প্রথম দিকের ক্লিপটিতে প্রদর্শিত বেসরকারি ইলেক্ট্রনিক মিডিয়া ATN News এর লোগো’র সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ATN News এর ইউটিউব চ্যানেলে গত ৪ এপ্রিল “জামিন পেলেন মামুনুল হক, মুক্তি মিলবে কবে?” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিও প্রতিবেদনের একটি অংশই আলোচিত ভিডিওতে যুক্ত করা হয়েছে। 

Video Comparison: Rumor Scanner

উক্ত ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা ধর্ষণ মামলায় মামুনুল হক জামিন পেয়েছেন। গত ৪ এপ্রিল নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত জামিন মঞ্জুর করে।

তবে, এই প্রতিবেদনে দাবির বিষয়ে মামুনুল হকের কারামুক্তির বিষয়ে কোনো তথ্য উপস্থাপন লক্ষ্য করা যায়নি।

ভিডিও যাচাই ০২

আলোচিত ভিডিওটিতে প্রথম দিকের ক্লিপটিতে প্রদর্শিত অনলাইন এক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মোস্তফা ফিরোজ’র বক্তব্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Voice Bangla এর ইউটিউব চ্যানেলে গত ৪ এপ্রিল “হঠাৎ মামুনুল হকের জামিনে যে বার্তা পাওয়া যাচ্ছে…। Mostofa Feroz I Voice Bangla” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওর একটি অংশই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে।

Video Comparison: Rumor Scanner

ভিডিও থেকে জানা যায়, সেদিন তিনি গত ৪ এপ্রিল নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে সোনারগাঁ থানায় করা ধর্ষণ মামলায়  মামুনুল হক জামিন পাওয়া নিয়ে আলোচনা করেন। 

এই ঘটনার সাথেও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর কোনো সম্পর্ক নেই।

অনুসন্ধানে গত ৪ এপ্রিল নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে সোনারগাঁ থানায় করা ধর্ষণ মামলায় মামুনুল হকের জামিন হওয়া নিয়ে দেশের একাধিক গণমাধ্যমে (, , ) সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। তবে কোন প্রতিবেদনে উক্ত মামলায় কারামুক্তির বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। বরং তার বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি এ মামলায় জামিন পেলেও কারামুক্তি পাচ্ছেন না বলে জানানো হয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে। 

মূলত, গত ৪ এপ্রিল নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে সোনারগাঁ থানায় করা ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্মমহাসচিব মামুনুল হক জামিন পান। এই তথ্যের ভিত্তিতে দেশের বেসরকারি ইলেক্ট্রনিক মিডিয়া এটিএন নিউজ একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করে। এছাড়া একই তথ্যের ভিত্তিতে অনলাইন এক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মোস্তফা ফিরোজ তার ইউটিউব চ্যানেলে ভিডিও প্রকাশ করে। সম্প্রতি, এই দুইটি ভিডিও ফুটেজ একত্রে যুক্ত করে মামুনুল হক জামিনে কারামুক্তি পেয়েছেন দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে, নারায়নগঞ্জের সোনারগাঁ থানায় করা ধর্ষণ মামলায় মামুনুল হক জামিন পেয়েছেন, কারামুক্তি পাননি।

সুতরাং, ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটের ভিডিও ফুটেজ যুক্ত করে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্মমহাসচিব মামুনুল হক জামিনে কারামুক্তি পেয়েছেন দাবিতে ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img