কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা ইলেক্ট্রনিক গণমাধ্যম সময় টিভির সাংবাদিকের ওপর হামলা করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেসবুক পোস্ট এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্ট
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী কর্তৃক সময় টিভির সাংবাদিককে হামলা করার নয় বরং ২০২০ সালে যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড নিহতের ঘটনায় সংবাদ সংগ্রহের সময় হাসানুজ্জামান সাকি নামক সময় টিভির সাংবাদিক ওপর বিক্ষোভকারীদের হামলার ভিডিও এটি।
এ বিষয়ে অনুসন্ধানে সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২ জুন “কখনো ভাবিনি নিজেই সংবাদের শিরোনাম হবো” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।
ভিডিও থেকে জানা যায়, ২০২০ সালে যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড নিহতের ঘটনায় সংবাদ সংগ্রহের সময় হাসানুজ্জামান সাকি নামক সময় টিভির সাংবাদিক বিক্ষোভকারীদের হামলার শিকার হন।
উল্লেখ্য, গত ১১ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহকালে শাহবাগে আন্দোলনত শিক্ষার্থীদের হামলার শিকার হন সময় টিভির সাংবাদিক।
সুতরাং, ভিন্ন ঘটনার পুরোনো ভিডিওকে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সময় টিভির সাংবাদিকের ওপর হামলার দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।
বিঃদ্রঃ দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রথাগত পদ্ধতির পরিবর্তে দ্রুততম সময়ে সংক্ষিপ্ত আকারে ফ্যাক্টচেক প্রকাশের উদ্যোগ হিসেবে এই ফ্যাক্টচেকটি প্রকাশিত হলো।
তথ্যসূত্র
- Somoy TV – কখনো ভাবিনি নিজেই সংবাদের শিরোনাম হবো
- Jamuna TV- সময় টিভির সাংবাদিকের ওপর হামলা
- Rumor Scanner’s own analysis